Bangla Hunt Desk: ২১ বছর পর প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। আবহাওয়া দপ্তর সূত্রে খবর ২০ ঘন্টার মধ্যে স্থলভাবে আছড়ে পড়তে চলেছে এই ঝড়। দীঘা ও হাতিয়া দ্বীপের মাঝখানে এই ঝড় আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে। যার ফলে বাংলার ৩ জেলা প্রবল সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ থাকবে সর্বোচ্চ। ফলে এই তিন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ঝড় বয়ে যাবে ১১০ থেকে ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এই চার জেলাতেও ক্ষতি হবে। সব মিলিয়ে বাংলার ৭ জেলা আশঙ্কার প্রহর গুনছে।
পাশাপাশি, প্রতিবেশী রাজ্য ওড়িশার নবীন পট্টনায়ক সরকার জানিয়েছে, ওড়িশা উপকূল সংলগ্ন সাড়ে ছয়শো গ্রামের প্রায় ৭ লাখ মানুষ এই মারাত্মক ক্রান্তীয় ঘুর্ণিঝড়ের কোপে পড়তে পারে। ওড়িশার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য মানুষের জীবন বাঁচানো। আমরা মানুষের জীবন বাঁচাতে সবরকম চেষ্টা চালিয়ে যাবো।’ এই নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী তাঁর ১২ উপকূলবর্তী জেলার জেলাশাসকদের সঙ্গে কথাও বলেছেন।
ইতিমধ্যে আম্ফান মোকাবিলায় তৈরি বাংলাও৷ ইতিমধ্যেই এবিষয়ে যাবতীয় নির্দেশিকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিকেল ৪ টেয় আম্ফান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য আধিকারিকদের বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আম্ফান মোকাবিলায় প্রস্তুতি নিয়েই ছিল এই বৈঠক।