নূপুর শর্মাকে সমর্থন করায় খুন কেমিস্ট, ‘জঙ্গি কার্যকলাপ’ বলে উল্লেখ NIA-র আধিকারিকদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রাজস্থানের উদয়পুরের পর এবার মহারাষ্ট্রের অমরাবতী। নূপুর শর্মাকে সমর্থন করে পোস্ট করার জন্য উদয়পুরের দর্জিকে যেভাবে নৃশংস হত্যা করা হয়েছিল সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল অমরাবতীতেও। হযরত মহম্মদকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে দীর্ঘদিন ধরেই তোলপাড় চলছে সারা দেশে। আর এবার সেই নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অমরাবতীর উমেশ প্রহ্লাদরাও কোলহে নামে এক কেমিস্ট। তারপরেই তাকে কুপিয়ে খুন করা হয়। ঘটনার ভয়াবহতা এমন জায়গায় পৌঁছে যায় যে, খুনের ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের কথা বলা হয় মহারাষ্ট্রের সরকারের তরফে। একই সঙ্গে এনআইএ তদন্তের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এরপরেই, তদন্তে নেমে এনআইএর তরফে বিস্ফোরক তথ্য প্রকাশে আসে। অমরাবতীর এই নৃশংস হত্যাকাণ্ডকে গোয়েন্দা সংস্থা এনআইএ এক জঙ্গি কার্যকলাপ হিসেবে উল্লেখ করে। এন আই এর শীর্ষ কর্তাদের তরফে জানানো হয়, মহারাষ্ট্রের ওই কেমিস্টকে ISIS-র মতো করেই খুন করা হয়। শনিবার গভীর রাতে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) দায়ের করা এফআইআরে উল্লেখ করা হয়, উমেশ কোলহেকে হত্যা করার পিছনে মূল উদ্দেশ্য হল ‘ভারতের মানুষের একাংশকে’ ভয় দেখানো।

এদিকে, স্থানীয় পুলিশের সূত্রে খবর, গত ২১ জুন এমন ভয়াবহ হত্যার ঘটনাটি ঘটেছে । ইতিমধ্যেই, মূলচক্রী ইরফান খান সহ আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। আগেই আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। নাগপুর থেকে ধরা পড়ে আসল অপরাধী। উমেশের ছেলে সঙ্কেতের করা অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলেই জানা গিয়েছে। আর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশের পরে জাতীয় তদন্তকারী সংস্থার এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জেরে সারাদেশে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে একথা বলাই বাহুল্য।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X