বাংলার ৩৭ স্টেশনের মধ্যে আসানসোলই পাবে ৪৩২ কোটি, বাকি স্টেশনের জন্য কত বরাদ্দ করছে রেল?

বাংলা হান্ট ডেস্ক : অমৃত ভারত স্টেশন (Amrit Bharat Scheme) যোজনার অধীনে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনের নানান স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। সেজন্য মোট ১ হাজার ১৮৭ কোটি টাকা খরচও করছে রেল মন্ত্রক। আর সেই পরিকল্পনার অধীনে হাওড়ার মোট ৯টি স্টেশন এবং শিয়ালদহর ৬টি স্টেশনকে ঢেলে সাজানো হচ্ছে। রবিবার ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খোদ নরেন্দ্র মোদী (Narendra Modi)।

দেশের রেল স্টেশনগুলির মান বাড়াতে এবং যাত্রী পরিষেবাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের মোট ৩৭ টি স্টেশনকে নতুন করে সাজিয়ে তুলবে রেল। তারমধ্যে রয়েছে তারকেশ্বর, ইসলামপুর, আলিপুরদুয়ারের মোট ১৫টি স্টেশন, ধূপগুড়ি, আসানসোল, মালদহ-সহ একাধিক স্টেশন।

উল্লেখ্য, অমৃত ভারত প্রকল্পে রেল স্টেশনগুলি দেখতে হবে বিমানবন্দরের মতো। ভার্চুয়াল যোগাযোগের জন্য স্টেশনে থাকবে ওয়াই-ফাই। মজুদ থাকবে একাধিক ব্র্যান্ডেড দোকান। এছাড়াও থাকবে পার্কিং এরিয়া। জানা যাচ্ছে পূর্ব রেলের ২৮টি স্টেশনের উন্নয়নে খরচ হবে মোট ১ হাজার ১৮৭ কোটি টাকা। কেবল দক্ষিণ পূর্বের ১০টি স্টেশনের উন্নয়নে খরচ হবে ৫৮৯ কোটি ৫০ লক্ষ টাকা।

এই ডিভিশনের অধীনে সব থেকে বেশি খরচ করা হবে হাতিয়া স্টেশনের জন্য। প্রায় ৩৫৫ কোটি টাকা খরচ করা হচ্ছে এখানে। এদিকে পূর্ব রেলের অধীনে আসানসোলের জন্য সবচেয়ে বেশি খরচ হবে। বরাদ্দ হয়েছে প্রায় ৪৩১ কোটি টাকা। অন্যদিকে বর্ধমানের জন্য ব্যয় হচ্ছে ৬৪.২ কোটি টাকা। মালদহ পাচ্ছে ৪৩ কোটি টাকা। এদিকে রামপুরহাট জংশন স্টেশনের জন্য বরাদ্দ হয়েছে ৩৮.৬ কোটি টাকা, কাটোয়া জংশনের জন্য ব্যয় করা হবে ৩৩.৬ কোটি টাকা। এবং বাকি স্টেশনের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ২০ কোটি টাকা।

06 08 2023 amrit bharat yojana

এদিকে আলিপুরদুয়ারের ১৫টি স্টেশনের জন্য (নিউ আলিপুরদুয়ার, ধুবরি, ফকিরাগ্রাম জং, দলগাঁও, ধুপগুড়ি, কোকরাঝাড়, জলপাইগুড়ি রোড, গোসাইগাঁও হাট, ফালাকাটা, বিন্নাগুড়ি, দিনহাটা, নিউ মাল জং, হাসিমারা, কামাখ্যাগুড়ি এবং গৌরীপুর) বরাদ্দ ৪৫৫ কোটি। ধূপগুড়ি ও বিন্নাগুড়ি স্টেশন পাচ্ছে ৩৮.০৮ কোটি। সলামপুর আলুয়াবাড়ি স্টেশনকে দেওয়া হচ্ছে ২৬ কোটি ও কালিয়াগঞ্জ পাবে ৩১ কোটি টাকা। অন্ডাল স্টেশন পাবে ২০ কোটি, তারকেশ্বর স্টেশনের জন্য ২৪ কোটি ৪ লক্ষ। শেওড়াফুলি স্টেশনের জন্য ৩১ কোটি, ব্যারাকপুর স্টেশনের জন্য ২৬.৭ কোটি, শিয়ালদহ স্টেশনের জন্য ২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর