ওজন বেড়ে বিদঘুটে লাগছে! ‘বুড়ি’ বলে ট্রোলড হতেই পালটা জবাব দিয়ে ধুয়ে দিলেন করিনা-অমৃতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হাফ সেঞ্চুরি করে ফেললেন করন জোহর (Karan Johar)। বলিউডের এই প্রথম সারির পরিচালক প্রযোজকের জন্মদিনে এক জমকালো পার্টির আয়োজন করা হয়েছিল যশরাজ স্টুডিওতে। ইন্ডাস্ট্রির সমস্ত নামজাদা ব‍্যক্তিত্বরা উপস্থিত ছিলেন সেদিন। পুরনো এবং নতুন তারকাদের মিলিয়ে কার্যত চাঁদের হাট বসেছিল। তার মধ‍্যে থেকেই ট্রোলের শিকার হলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) ও অমৃতা অরোরা (Amrita Arora)।

বিটাউনের এই ‘গার্লস গ‍্যাং’ এর সঙ্গে সচরাচর কেউ পাঙ্গা নেওয়ার চেষ্টা করেন না। করিনা, করিশ্মা, মালাইকা এবং অমৃতাদের নিয়ে এই বিশেষ গ্রুপ, যেখানে ইন্ডাস্ট্রির সমস্ত তথ‍্য, গসিপের অফুরন্ত যোগান। মূলত পরনিন্দা পরচর্চা করার জন‍্য এই গ্রুপ একেবারে আদর্শ‌। যদিও নেটনাগরিকরা কারোর ধার ধারেন না। তাই প্রায়শই আক্রমণের মুখে পড়তে হয় বেবো সহ তাঁর বান্ধবীদের।


করনের পার্টিতেও ঘটেছিল এমনি কাণ্ড। করিনা, মালাইকা এবং অমৃতা একত্রে একটি ছবি তুলে শেয়ার করেছিলেন সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে স্পষ্টতই অমৃতার বাড়তি ওজন চোখে পড়ে নেটিজেনদের। আগের থেকে অনেকটাই ওজন বেড়েছে তাঁর।

ব‍্যস, নেটপাড়ায় শুরু হয় বডি শেমিং। মোটা বলে কটাক্ষ করা হয় অমৃতাকে। অন‍্যদিকে করিনা কাপুরকে ‘বুড়ি’ বলে আক্রমণ করে নেটনাগরিকদের একাংশ। কিন্তু মুখ বুজে থাকেননি দুই নায়িকা। পালটা তোপ দেগেছেন তাঁরাও।

https://www.instagram.com/p/CeA9Pv4q9m7/?igshid=YmMyMTA2M2Y=

সপাটে জবাব দিয়ে অমৃতা লেখেন, ‘আমার ওজন বৃদ্ধি নিয়ে অনেক ঘৃণা এসেছে। হ‍্যাঁ, আমার ওজন বেড়েছে আর তা নিয়ে আমি গর্বিত। আমার ওজন কমাতে মার সমস‍্যা। আমার জীবনটা অন‍্যদের মাথাব‍্যথার কারণ কবে থেকে হল? আমার কিচ্ছু যায় আসে না। আপনারা বলতে থাকুন। আমিও নাম ধরে ধরে অপমান করব!’


অন‍্যদিকে সরব হয়েছেন করিনাও। যদিও তাঁকে ‘বুড়ি’ বলায় খুব একটা ক্ষেপে যাননি তিনি। কারণ বুড়ি বলা মানে তাঁর কাছে কোনো অপমান নয়। এই কথাটাকে শুধু একটা ‘শব্দ’ হিসাবেই দেখেন তিনি। তাঁর বয়স হচ্ছে, সেই সঙ্গে অভিজ্ঞতা আর জ্ঞানও বাড়ছে। আর যারা ট্রোল করছে তাদের কোনো পরিচয় নেই বলেও কটাক্ষ করেছেন করিনা।

বোন ও প্রিয় বান্ধবীর সমর্থনে এগিয়ে এসেছেন মালাইকা অরোরা। তিনি নিজেও কম ট্রোল হন না বয়সে ছোট অর্জুনের সঙ্গে প্রেম করার জন‍্য। কিন্তু নিজে তিনি ট্রোলকে পাত্তা দেন না। আর নিজের প্রিয় মানুষদের ট্রোল করলেও ফুঁসে ওঠেন।

X