বাংলাহান্ট ডেস্ক: সারোগেসি (Surrogacy), শব্দটার সঙ্গে আর কেউই খুব একটা অপরিচিত নয়। হাল আমলে বিনা যন্ত্রণায় মা হওয়ার জন্য তারকারা বেশি ঝুঁকছেন এই পদ্ধতির দিকে। তবে দত্তক নেওয়ার পদ্ধতি এড়িয়ে গিয়ে এই ভাবে ‘রেডিমেড’ সন্তান নেওয়ার জন্য কটাক্ষও সইতে হয়েছে তারকাদের। এবার ‘বিবাহ’ অভিনেত্রী অমৃতা রাও (Amrita Rao) জানালেন, তাঁরাও সারোগেসির মাধ্যমেই সন্তান নেওয়ার চেষ্টা করেছিলেন।
বছর দুয়েক আগে মা হয়েছেন অমৃতা। তাঁর ও আর জে অন্মোলের সংসার আলো করে এসেছে একরত্তি বীর। তবে এই দিনটা দেখার জন্য চার বছর ধরে অনেক লড়াই করতে হয়েছে তাঁদের। নিজেদের ইউটিউব চ্যানেল ‘কাপল অফ থিংস’এ একটি ভিডিওর মাধ্যমে নিজের মা হয়ে ওঠার সফরের ব্যাপারে জানান অমৃতা।
মা হওয়ার জন্য সারোগেসি থেকে শুরু করে আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন), হোমিওপ্যাথি এমনকি আয়ুর্বেদের পর্যন্ত শরণাপন্ন হয়েছিলেন অভিনেত্রী। চিকিৎসকদের তাঁদের সারোগেসির সাহায্য নিতে বলেছিলেন।
ভিডিওতে অমৃতা বলেন, প্রথমে তিনিও ভেবেছিলেন যে তাঁকে তো আর অন্তঃসত্ত্বা হতে হবে না। ভালোই হয়েছে। কিন্তু অন্যদিকে আবার গর্ভস্থ অবস্থায় সন্তান নিজের মায়ের বদলে সারোগেট মায়ের স্বভাব চরিত্র পাবে। অন্মোল জানান, সারোগেট মা যখন অন্তঃসত্ত্বা হন, তিনি ও অমৃতা গিয়ে প্রথম বার তাঁদের ভাবী সন্তানের হৃদস্পন্দন শুনেছিলেন।
কিন্তু তার কিছুদিন পরেই খবর আসে, সে সন্তান আর নেই। তারপর আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করেন অমৃতা। কিন্তু কাজে আসেনি সেটাও। শেষমেষ ২০২০ সালে থাইল্যান্ডের একটি দ্বীপে ঘুরতে গিয়েছিলেন অমৃতা অন্মোল। সেখান থেকে ফেরার পর মার্চে অভিনেত্রী জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা।
নভেম্বরে জন্ম নেয় বীর। যারা মা হওয়ার চেষ্টা করছেন তাদের উদ্দেশে অমৃতার বার্তা, “আবেগ নিয়ে চলবেন না। কোনোকিছুই আমাদের হাতে নেই”। গত ২০১৬ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অমৃতা ও আর জে অন্মোল। বিয়ের চার বছর পর মা হন অভিনেত্রী।