বাবা সইফের দ্বিতীয় বিয়েতে আমন্ত্রিত সারা, নিজে হাতে মেয়েকে সাজিয়ে পাঠিয়েছিলেন অমৃতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বিয়ে বিচ্ছেদের ঘনঘটা অনেক বছর ধরেই চলে আসছে। সাম্প্রতিক কালে তা কিছুটা বাড়লেও অতীতে এমন একাধিক তারকা দম্পতি রয়েছেন যারা প্রেম করে বিয়ে করেও পরে আলাদা হয়ে গিয়েছেন। এই তালিকায় রয়েছেন সইফ আলি খান (saif ali khan) ও অমৃতা সিং (amrita singh)। বহু বছর হয়ে গিয়েছে আলাদা থাকেন তাঁরা। কিন্তু ছেলে মেয়েদের বাবার দ্বিতীয় পরিবারের সঙ্গে মেলামেশায় কোনো বাধা দেননি অমৃতা।

নিজের অভিনয় কেরিয়ারের শীর্ষে থাকার সময় সইফের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অমৃতা। এক ছবির শুটিং সেটে আলাপ দুজনের। সেখানেই প্রেম। আর তারপর ১৯৯১ তে নিকাহ সারেন সইফ অমৃতা। কিন্তু দুই সন্তান হওয়ার পরেও মনের মিল হয়নি তাঁদের। অন‍্য মহিলার প্রেমে মজেছিলেন অভিনেতা। তাঁদের বিচ্ছেদের বেশ কয়েক বছর পর করিনাকে বিয়ে করেন সইফ।


স্বামী আলাদা সংসার পাতলেও দুই ছেলে মেয়ে সারা ও ইব্রাহিমকে কখনোই বাবার সঙ্গে দেখা করতে বাধা দেননি অমৃতা। বরং করিনা, দুই সৎ ভাই তৈমুর ও জাহাঙ্গীর তিনজনের সঙ্গেই ভাল সম্পর্ক সারা ইব্রাহিমের। প্রায়ই সইফ করিনার সঙ্গে সময় কাটাতে দেখা যায় দুই ভাইবোনকে।

তবে মাঝে শোনা গিয়েছিল, করিনার সঙ্গে নিজের ছেলেমেয়ের এত ঘনিষ্ঠতা নাকি পছন্দ করেন না অমৃতা। বিশেষ করে বেবোর দেখাদেখি সারাও খোলামেলা পোশাক পরতে শুরু করলে বিষয়টা নাকি ভাল চোখে দেখেননি মা অমৃতা। কতটা সত‍্যতা লুকিয়ে আছে এই গুঞ্জনে?


অমৃতার কাছে প্রশ্ন রাখা হলে তিনি জানান করিনার সঙ্গে সারা ইব্রাহিমের মেলামেশা নিয়ে কোনো আপত্তি নেই তাঁর। এমনকি মেয়ে যেমন খুশি পোশাক পরুক, তাতেও তিনি বাধা দেবেন না। যোগ‍্য শিক্ষাতেই দুই ছেলেমেয়েকে শিক্ষিত করেছেন অমৃতা। তিনি এও জানান, ২০১২ তে সইফ যখন করিনাকে বিয়ে করেন তখন তিনিই সারাকে সাজিয়ে গুজিয়ে তৈরি করে দিয়েছিলেন বাবার দ্বিতীয় বিয়েতে যাওয়ার জন‍্য।

সম্পর্কিত খবর

X