PFI এর সমর্থনে নামল AMU এর ছাত্ররা! মোদী, যোগী সরকারের বিরুদ্ধে বের করল মার্চ

বাংলা হান্ট ডেস্কঃ দেশের বিভিন্ন অংশে দাঙ্গা ছড়ানয় অভিযুক্ত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (Popular Front Of India) সমর্থনে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (Aligarh Muslim University) ছাত্ররা নামল। AMU এর ছাত্ররা PFI এর সমর্থনে ক্যাম্পাসে মার্চ বের করে আর এতদিনে PFI এর যেসব কর্মীদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মুক্ত করার দাবি তোলে।

AMU ডাক পয়েন্ট থেকে বোবে সৈয়দ গেট পর্যন্ত করা এই প্রতিবাদ মিছিলে ছাত্ররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে স্লোগান দেয়। ছাত্ররা জানায়, মুসলিমদের বিরোধিতাকে দমন করার জন্য UAPA লাগু করা হয়েছে। এর সাথে সাথে দেশে যায়গায় যায়গায় সমাজসেবী সংগঠন PFI এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। কিন্তু আমরা এই অ্যাকশনে ভয় পাব না।

amu

AMU এর ছাত্র ফারহান জুবেরি বলে, হাথরস কাণ্ডের সত্য যাতে প্রকাশ্যে না আসে সেই কারণে পুলিশ PFI এর সাথে যুক্ত চার নির্দোষ সাংবাদিকের বিরুদ্ধে UAPA অনুযায়ী মামলা দায়ের করেছে। এই একই কাজ ডঃ কাফিল খানের বিরুদ্ধে করা হয়েছিল। এরপর হাইকোর্টের নির্দেশের পর ওনাকে ছাড়তে বাধ্য হয়।

জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিতে AMU এর ছাত্ররা রাষ্ট্রপতির কাছে হাথরস মামলায় ধৃত চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা আর তাঁদের মুক্ত করার দাবি করে। এর সাথে সাথে উত্তর প্রদেশে সংগঠিত হিংসার বিরুদ্ধে লাগু করা UAPA আইন রদ করে এই আইনে ধৃত সবাইকে মুক্ত করার দাবি তোলে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর