বাংলাহান্ট ডেস্ক: অবশেষে করোনাকে (corona) হারিয়ে হাসপাতাল থেকে নিজের বাড়ি ফিরলেষ বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন (amitabh bachchan)। ১১ জুলাই করোনা ধরা পড়ে বিগ বির। তখন থেকেই নানাবতী হাসপাতালে ভতি ছিলেন তিনি। অবশেষে করোনাকে জয় করে নিজের বাংলোতে ফিরে এলেন তিনি।
ইতিমধ্যেই অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন অমিতাভ। তাদের শুভ কামনা ও প্রার্থনাতেই সুস্থ হয়ে উঠেছেন তিনি। এমনটাই বলেছেন অভিনেতা। তিনি লেখেন, ‘আজ সকালে আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে এবং হাসপাতাল থেকে আমাকে ছুটি দেওয়া হয়েছে। আমি বাড়ি ফিরে এসেছি। তবে এখন নিজের ঘরে আমাকে কোয়ারেন্টাইন থাকতে হবে। সর্বশক্তিমানের করুনা, মা বাবুজির আশীর্বাদ, কাছের মানুষ ও অনুরাগীদের প্রার্থনা ও শুভ কামনা এবং নানাবতী হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সেবার জন্যই এই দিনটা দেখতে পেলাম। হাত জোড় করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
https://www.instagram.com/p/CDYunDhhSRj/?igshid=gmhbxrnkx093
এবার ভারতীয় কোম্পানি আমুলের (amul) তরফেও বিগ বির করোনা জয়ের উদযাপনে একটি নতুন কভার পোস্টার শেয়ার করা হয়েছে। আপ্লুত অমিতাভ পোস্টারটি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন আমুলকে। পোস্টটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/CDbvIpIB8ME/?igshid=1jhcy0zvb5m4u
তবে অমিতাভ বাড়ি ফিরলেও এখনও হাসপাতালেই রয়েছেন অভিষেক বচ্চন। করোনা রিপোর্ট এখনও নেগেটিভ আসেনি তাঁর। বাবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর শেয়ার করে জুনিয়র বচ্চন লেখেন, ‘কিছু কোমর্বিডিটির জন্য আমি এখনও করোনা পজিটিভ এবং হাসপাতালেই রয়েছি। সকলকে ধন্যবাদ আমার পরিবারের জন্য আপনাদের শুভ কামনার জন্য। আমি এর জন্য কৃতজ্ঞ। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ফিরবই।’