‘বেলাশুরু’র দৃশ‍্য নিয়ে ‘আমুল’এর কার্টুন, শ্রদ্ধার্ঘ সৌমিত্র-স্বাতীলেখা জুটিকে

বাংলাহান্ট ডেস্ক: শিবপ্রসাদ-নন্দিতা বরাবরই একটা মুগ্ধতার রেশ রেখে যান দর্শকদের মনে। ‘বেলাশেষে’ দেখার পর তেমনটাই হয়েছিল সবার। তথাকথিত তরুণ নায়ক নায়িকা নন। ওই বয়সেও সৌমিত্র চট্টোপাধ‍্যায় (Soumitra Chatterjee) ও স্বাতীলেখা সেনগুপ্তর (Swatilekha Sengupta) জুটি নতুন করে ভালবাসতে, যত্ন করতে শিখিয়েছিল সবাইকে।

গত ২০ শে মে মুক্তি পেয়েছে ‘বেলাশুরু’। নিজেদের গোটা পরিবারকে নিয়ে আবারো দর্শকদের দরবারে বিশ্বনাথ আরতি জুটি। মুক্তির আগে থেকেই যে উন্মাদনা তৈরি করেছিল ছবিটি, মুক্তির পরেও তা অব‍্যাহত। প্রথম দিনেই ৩৫ লক্ষ টাকা তুলে নিয়েছে বেলাশুরু। এবার সৌমিত্র স্বাতীলেখাকে অনন‍্য ভঙ্গিতে শ্রদ্ধা জানালো আমুল গ্রুপ।

BELASHESHE SOUMTIRA CHATTERJEE AND SWATILEKHA SENGUPTA ONE scaled
আমুলের কার্টুন বেশ জনপ্রিয়। বিভিন্ন স্মরণীয় ঘটনা, ব‍্যক্তিত্বকে নিয়ে কার্টুন পেশ করে এই নামী দুধ ও দুগ্ধজাত দ্রব‍্য প্রস্তুতকারক সংস্থা। এবার তাদের কার্টুনে জীবন্ত হয়ে উঠলেন সৌমিত্র চট্টোপাধ‍্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। বেলাশুরু ছবির একটি দৃশ‍্যে যত্ন সহকারে স্ত্রী আরতির চুল আঁচড়ে দিতে দেখা যায় বিশ্বনাথকে।

ওই দৃশ‍্যটাকেই কার্টুনের আকারে ফুটিয়ে তুলেছে আমুল। ছবির সঙ্গে লেখা, ‘এই বেলা কখনো শেষ হবে না’। আর ক‍্যাপশনে লেখা, ‘এই ছবির মাধ‍্যমে কামব‍্যাক করছেন শ্রী সৌমিত্র চট্টোপাধ‍্যায় এবং শ্রীমতী স্বাতীলেখা সেনগুপ্ত। এই প্রথম কোনো ভারতীয় ছবির মুখ‍্য চরিত্রের দুই অভিনেতা অভিনেত্রীই আর জীবিত নেই।’

শেষবার এই জুটিকে পর্দায় দেখা গিয়েছিল ২০১৫ সালে। মুক্তি পেয়েছিল ‘বেলাশেষে’। সুপারহিট হয়েছিল ছবিটি। সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের জন্মবার্ষিকীতেই প্রকাশ‍্যে এসেছিল বেলাশুরুর টিজার। কয়েক সেকেণ্ডের ভিডিওতে দেখা গিয়েছিল, পরম যত্ন সহকারে স্ত্রী স্বাতীলেখার চুল আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ‍্যায়।

https://www.instagram.com/p/Cd4s2v0oc0S/?igshid=YmMyMTA2M2Y=

ব‍্যাকগ্রাউন্ডে বাজছে তাঁরই কণ্ঠে রবীন্দ্রনাথের লেখা, ‘কত দুঃখ আছে, কত অশ্রুজল, প্রেমবলে তবু থাকিয়ো অটল’। ছবির অন‍্যতম আইকনিক দৃশ‍্য হয়ে উঠেছে এটি। আর কার্টুন বানানোর জন‍্য এই দৃশ‍্যটিকেই বেছে নিয়েছে আমুল।

প্রসঙ্গত, ২০২০ র নভেম্বরে করোনা আবহের মধ‍্যে দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হন সৌমিত্র চট্টোপাধ‍্যায়। গত বছরের জুনে প্রয়াত হন স্বাতীলেখা। জুটি হিসাবে এটাই তাঁদের শেষ ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর