আর নয় অপেক্ষা! এবার ঘাটালও জুড়বে রেলপথে? রেলমন্ত্রীকে আবেদনের পরই শুরু হল জল্পনা

বাংলা হান্ট ডেস্ক: এবার যেন নতুন করে ফের একবার পুরোনো দাবিতে সোচ্চার হয়েছেন ঘাটালবাসী (Ghatal)। বর্তমান সময়ে যখন দেশের বিভিন্ন জায়গায় রেলপথকে আরও গতিশীল এবং সম্প্রসারণ করার কাজ জোরকদমে চলছে ঠিক সেই আবহেই এখনও রেলপথ থেকে বঞ্চিতই থেকে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) অন্যতম মহকুমা শহর ঘাটাল। যদিও, ২০১০ সালে কেন্দ্রীয় রেল বাজেটে ঘাটালকে রেলপথে যুক্ত করার কথা ঘোষণা করা হয়েছিল। তবে, তারপরে বারংবার ক্যালেন্ডারের পাতা পরিবর্তিত হলেও এই প্রকল্পের বাস্তবায়ন ঘটেনি।

যদিও, এবার সামগ্রিক পরিস্থিতিতে পরিবর্তনের রেশ প্রত্যক্ষ করা গেছে। ইতিমধ্যেই ঘাটাল মহকুমাকে রেলপথের সাথে যুক্ত করার দাবিতে সরাসরি রেলমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। যার জেরে রাজনৈতিক তরজা শুরু হলেও নতুন করে ঘাটালকে রেলপথে যুক্ত করার ভাবনায় এহেন পদক্ষেপ গ্রহণ আশার আলো দেখাচ্ছে ঘাটালবাসীদের মনে।

An application was made to the Minister of Railways for the railway at Ghatal

প্রসঙ্গত উল্লেখ্য যে, সম্প্রতি দলীয় এক কর্মসূচিতে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের দেখা হয় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে। সেই সময়েই কেন্দ্রীয় রেলমন্ত্রীর হাতে একটি আবেদনপত্র তুলে দেন বিজেপি বিধায়ক। পাশাপাশি, তাঁদের সাক্ষাতের এই ভিডিও ভাইরালও হয় নেটমাধ্যমে। মূলত, বিধায়কের তরফে পাঁশকুড়া থেকে ঘাটাল ও চন্দ্রকোনা পর্যন্ত রেলপথে যোগাযোগের ব্যবস্থার লক্ষ্যে প্রস্তাব দেওয়া হয়।

আরও পড়ুন: রেললাইনে কেন বিছিয়ে রাখা হয় পাথর? কারণ জানলে হয়ে যাবেন অবাক

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে ঘাটালের নিকটবর্তী রেল স্টেশন হল পাঁশকুড়া। যেটির দূরত্ব হল ৩৫ কিলোমিটার। রেলপথে হাওড়া কিংবা খড়গপুর যেতে হলে এই স্টেশনেই আসতে হয় যাত্রীদের। আবার ঘাটাল থেকে চন্দ্রকোনা স্টেশনের দূরত্ব হল ৫৫ কিলোমিটার। এমতাবস্থায়, ঘাটালে রেলপথ না থাকায় সড়কপথই যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে রয়েছে। তাই, সাধারণ মানুষের কথা ভেবেই এবার রেলপথের জন্য মাঠে নেমেছেন ঘাটালের বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: এবার আরও উন্নত হবে ভারতীয় রেল, এই বড় সংস্থার সঙ্গে হাত মেলাল টাটা! আসছে নয়া ধামাকা

পাশাপাশি, বিধায়ক দাবি করেছেন, রেলমন্ত্রীর সাথে ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। রাজ্যের তরফে জমি মিললেই শুরু হয়ে যাবে রেলপথ স্থাপন সংক্রান্ত যাবতীয় কাজ। তবে, এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এই প্রসঙ্গে চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া দাবি করেছেন, প্রত্যেক বছর বন্যার কবলে পড়তে হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকাকে। ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি বারংবার তোলা হলেও কেন্দ্রের তরফে কোনো সাড়া মেলেনি। রেললাইন নিয়ে প্রস্তাব ভালো। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান এখনও কেন হলো না সেটা আগে দেখা উচিত বিজেপির। তবে, সমস্ত তরজাকে দূরে সরিয়ে রেখে আদৌ ঘাটালে রেললাইনের বাস্তবায়ন হয় কি না আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় মানুষরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর