এবার আরও উন্নত হবে ভারতীয় রেল, এই বড় সংস্থার সঙ্গে হাত মেলাল টাটা! আসছে নয়া ধামাকা

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চেক ইঞ্জিনিয়ারিং গ্রূপ স্কোডা ট্রান্সপোর্টেশন (Skoda Transportation) ভারতীয় রেল এবং পাবলিক ট্রান্সপোর্ট মার্কেটে উপাদান সরবরাহ করার জন্য Tata Autocomp Systems-এর সাথে একটি মৌ স্বাক্ষর করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই যৌথ উদ্যোগটি স্কোডা গ্রুপকে ভারতের উদীয়মান বাজারে নিজেদের প্রসারিত করার সুযোগ দিয়েছে। যা বিদেশি বাজারে তাদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যকে আরও শক্তিশালী করেছে।

এই প্রসঙ্গে স্কোডার তরফে জানানো হয়েছে যে, এই সহযোগিতার লক্ষ্য হল অর্থনৈতিক বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে ভারতীয় রেলওয়ে সেক্টরে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য একটি শক্ত প্ল্যাটফর্ম তৈরি করা। পাশাপাশি, স্কোডা গ্রুপের কম্পোনেন্টস এবং বাস মোবিলিটির প্রেসিডেন্ট পেত্র নোভটনি কিভাবে এই গ্রুপটিকে ভারতীয় রেল বাজারে প্রবেশের অনুমতি দিয়েছে সেই বিষয়ে জোর দিয়ে জানান, “দক্ষ কর্মশক্তি, এবং বাজারের চাহিদার সাথে মিলিত হয়ে ভারতের বিশাল সম্ভাবনা আমাদের গ্রুপের বৃদ্ধির কৌশলের সাথে পুরোপুরি মিলে যায়।”

Skoda Tata MoU
স্কোডা এবং টাটার মধ্যে স্বাক্ষরিত হল মৌ

পাশাপাশি, তিনি আরও জানান যে, “আমরা একসাথে নতুন সুযোগগুলি অন্বেষণ করব এবং ভারতীয় রেলওয়ে শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উদ্ভাবনী সমাধান তৈরি করব। এর সাথে সামঞ্জস্য রেখে, মেক ইন ইন্ডিয়া উদ্যোগটি বিশেষভাবে আমাদের মাথায় রয়েছে। যার অধীনে আমরা বাজারের চাহিদার প্রতিক্রিয়ায় শিল্পের বৃদ্ধিকে সমর্থন করার জন্য একসাথে কাজ করব।

আরও পড়ুন: Indian Railways: ট্রেনের ইঞ্জিনে কেন লেখা থাকে এই সাঙ্কেতিক চিহ্ন? এর পেছনে রয়েছে চমকপ্রদ কারণ

উল্লেখ্য যে, এই অংশীদারিত্বটি Tata Autocomp-এর কৌশলের সাথেও খাপ খেয়েছে। কারণ এটি ২০২৭ সালের মধ্যে ভারতের শীর্ষ দু’টি অটো-কম্পোনেন্ট ব্যবসার মধ্যে একটি হয়ে ওঠার লক্ষ্য রাখে। এদিকে, Tata Autocomp-এর চেয়ারম্যান অরবিন্দ গোয়েল জানিয়েছেন, “Tata Autocomp সর্বদা তার গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তি উপলব্ধ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে।”

আরও পড়ুন: পেট্রল গাড়ির পর বৈদ্যুতিক গাড়িতেও Tata-র রমরমা! মারুতি-হুন্ডাইকে হারিয়ে গড়ে ফেলল এই রেকর্ড

পাশাপাশি, তিনি আরও জানান, “স্কোডা গ্রুপের সাথে এই সহযোগিতা ভারতীয় রেলওয়ে, মেট্রো এবং বাসের বাজারে অত্যাধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম এবং উপাদানগুলি নিয়ে আসার মাধ্যমে আমাদের উপস্থিতিকে আরও শক্তিশালী করবে। আমরা স্কোডা গ্রুপের সাথে আমাদের অংশীদারিত্বের জন্য গর্ববোধ করি।” উল্লেখ্য যে, ইন্ডিয়া ব্র্যান্ড ইক্যুইটি ফাউন্ডেশনের মতে, এই অংশীদারিত্বে ভারত সরকারের সম্পূর্ণ সমর্থন রয়েছে। যেটি রেলওয়ে সেক্টরে ১০০ শতাংশ FDI অনুমোদন করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর