পেট্রল গাড়ির পর বৈদ্যুতিক গাড়িতেও Tata-র রমরমা! মারুতি-হুন্ডাইকে হারিয়ে গড়ে ফেলল এই রেকর্ড

বাংলা হান্ট ডেস্ক : টাটা মোটরসের (Tata Motors) জনপ্রিয়তার কথা তো নতুন করে বলার কিছু নেই। বছরের পর বছর ধরে মানুষের মনে জায়গা করে আছে এই কোম্পানি। পেট্রল গাড়ির পর বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicle) ভিড়েও তৈরি করেছে নিজের পরিচিতি। ইতিমধ্যেই Tata Tiago Electric, Tata Tigor Electric এবং Tata Nexon Electric এর মত গাড়িগুলিতে বাজার ছেয়ে গেছে।

এই সবের পাশাপাশি টাটা মোটরস স্থানীয় ওয়্যারমেন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার চেষ্টা করেছে, যাতে বৈদ্যুতিক গাড়ির চার্জিং সহজ হয়। তবে জানেন কি টাটার Nexon EV-এর ফার্স্ট ইউনিট লঞ্চ হওয়ার পর ইতিমধ্যেই এক লাখেরও বেশি ইলেকট্রিক গাড়ি বিক্রির রেকর্ড গড়ে ফেলেছে। আর এই পরিসংখ্যান কেবলমাত্র ভারতের। এমনটাই জানিয়েছে সংস্থাটি।

   

সম্প্রতি টাটা মোটরসের তরফ থেকে বলা হয়েছে, ইতিমধ্যেই টাটা এক লক্ষেরও বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। এর মধ্যে নেক্সন মডেলটি সবচেয়ে গ্রাহকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। সংস্থাটি আরও জানিয়েছে যে, তাদের বৈদ্যুতিক গাড়িগুলি দেশে মোট প্রায় ১.৪ বিলিয়ন কিলোমিটার ভ্রমণ করেছে। যদিও বিক্রির এই রেকর্ড গড়তে টাটার সময় লেগেছে ৫ বছর। সম্প্রতি একটি ড্রোন শো-র মাধ্যমে এই জার্নিকে তুলে ধরেছে টাটা মোটরস।

আরও পড়ুন : শাহরুখ খানের মন্নতে মাসে কত টাকা আসে বিদ্যুৎ বিল, ফাঁস হল তথ্য! হিসেব ঘুম উড়িয়ে দেবে

উল্লেখ্য, ২০২০-তে বাজারে Nexon EV-র আগমন ঘটার পর থেকে সংস্থার বেচাকেনায় নতুন জোয়ার আসে। নিজের ‘ক্যারিশ্মা’ দেখিয়ে ধীরে ধীরে দেশের বেস্ট-সেলিং ব্যাটারি মডেল হিসেবে আত্মপ্রকাশ করে এটি। পরের বছর  Tigor EV নতুন সংস্করণ লঞ্চ করে টাটা। এবং ২০২২-এ Tiago-র ইলেকট্রিক ভার্সনও লঞ্চ করে টাটা। Tiago EV দেশের সবচেয়ে সস্তার ব্যাটারি গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এবং এটির জন্য দেশের মধ্যে প্রথম সংস্থা হিসেবে পিএলআই শংসাপত্র অর্জন করেছে টাটা।

আরও পড়ুন : ৬০০ কোটির বিনিয়োগ, বিপুল কর্মসংস্থান! বাংলায় কারখানা খুলছে এই সংস্থা, বদলে যাবে ভবিষ্যৎ

শুধু তাই নয়, টাটার দাবি যে, তারা মাত্র ৯ মাসে শেষ ৫০ হাজার ইভি বিক্রি করেছে। এবং পরিসংখ্যানকে আরও বাড়াতে চায় টাটা মোটরসের কর্মকর্তারা। এবং আগামী ২০২৪ সালের মধ্যে চারটি নতুন ‘টাটা ইলেকট্রিক’ SUV লঞ্চ করার পরিকল্পনাও রয়েছে সংস্থার। যারমধ্যে রয়েছে নেক্সন ইভি ফেসলিফ্ট, পাঞ্চ ইভি, হ্যারিয়ার ইভি এবং কার্ভ ইভি। উল্লেখ্য, Tata Tiago এই সেগমেন্টের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়িগুলির মধ্যে একটি। যার দাম ৮.৬৯ লক্ষ থেকে ১২.০৪ লক্ষর মধ্যে (এক্স শোরুম)।

আরও পড়ুন : দাম ৪০ হাজারেরও কম, মোবাইল চার্জার দিয়েই হবে চার্জ! বাজার কাঁপাচ্ছে এই ইলেকট্রিক স্কুটির ফিচার্স

nexon ev max 1 1652250325137 1652250329861

অন্যদিকে, Tata Tigor ১২.৪৯ লক্ষ টাকা থেকে ১৩.৭৫ লক্ষ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। একবার চার্জ দিলে গাড়িটি প্রায় ৩১৫ কিমি পর্যন্ত চলতে পারে। বলা হচ্ছে যে Tata Motors-এর বৈদ্যুতিক গাড়িগুলি উচ্চ মানের এবং নতুন প্রযুক্তি সহ আসতে চলেছে। তারা সর্বাধুনিক ব্যাটারি প্রযুক্তি, বৈদ্যুতিক মোটর এবং কানেক্টিভিটি দিতে চাইছে তাদের আপকামিং মডেলগুলিতে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর