একটা গানেই ‘সেলিব্রিটি’, ভুবন বাদ‍্যকরের মূর্তি বসছে কলকাতায়!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যারা ভেবেছিলেন ভুবন বাদ‍্যকর (Bhuban Badyakar) দুদিনের জন‍্য ভাইরাল হয়েছেন। এই মাতামাতি অচিরেই স্তিমিত হয়ে যাবে। তাদের বারংবার ভুল প্রমাণ করছেন ‘বাদাম কাকু’। প্রায় প্রতিদিনই ভাইরাল হচ্ছে ভুবন। তাঁর গান নিয়ে উন্মাদনা এখনো অব‍্যাহত। শুধুমাত্র ‘কাঁচা বাদাম’এ আটকে না থেকে নতুন নতুন আরো গান বাঁধছেন তিনি। নিজের ইউটিউব চ‍্যানেলও খুলেছেন ভুবন।

আর এবার তৈরি হল বাদাম কাকুর মূর্তি। হ‍্যাঁ, অবাক লাগলেও এতে একবর্ণও মিথ‍্যে নেই। কুমোরটুলিতেই তৈরি হয়েছে ভুবন বাদ‍্যকরের এই মূর্তি। শিল্পী পরিমল পাল। তাঁর হাতের এতটাই নিপুণ এবং সূক্ষ্ম যে বোঝা দায় কোনটা আসল আর কোনটা নকল। আস্ত ভুবনকেই তিনি রূপ দিয়েছেন মূর্তিতে। এমন নিখুঁত কাজ করতে সময় কত লেগেছে জানেন? মাত্র পাঁচ দিন!


সংবাদ প্রতিদিন সূত্রে খবর, দোলের দিন কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরের কাছে স্বাধীন সংঘের মণ্ডপে রাখা থাকবে ভুবনের মূর্তি। দোলপূর্ণিমা উপলক্ষে হবে গোপাল পুজো। তবে মাটির মূর্তির পাশাপাশি সাক্ষাৎ ভুবনকেও এদিন মণ্ডপে চান শিল্পী।

অভিনেতা অভিনেত্রীদের মূর্তি বানানো নতুন কোনো ব‍্যাপার নয়। কলকাতাতেও এমন ঘটনা দেখা গিয়েছে। কিন্তু তাই বলে ভুবন বাদ‍্যকর, যিনি কিনা একটি গানের জোরে ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। এমন একজনের মূর্তি বানানোর আইডিয়া কেন? সংবাদ মাধ‍্যমকে শিল্পী পরিমল জানান, বাঙালিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেছেন ভুবন বাদ‍্যকর। তাই তাঁকে সম্মান জানিয়েই এই প্রচেষ্টা।


খবর ইতিমধ‍্যেই পেয়ে গিয়েছেন ভুবন। সাদাসিধা মানুষটা এমন সম্মান পেয়ে আপ্লুত। তবে শিল্পীর অনুরোধ রেখে নিজে কলকাতায় এসে মূর্তি দেখতে পারবেন কিনা তা এখনো ঠিক নেই বাদাম কাকুর।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শোনা গিয়েছিল আন্তর্জাতিক মানের এক র‍্যাপার গায়কের সঙ্গে গান গাইতে চলেছেন ভুবন। সম্প্রতি নাকি ওই তারকার এজেন্ট যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গে। তবে সেই র‍্যাপার গায়ক কে তা জানা যায়নি। আদৌ ভুবন প্রস্তাব পেয়েছেন কিনা সেটাও নিশ্চিত নয়।

সম্পর্কিত খবর

X