প্রবল গতিতে এগিয়ে আসছে  স্ট্যাচু অফ লিবার্টির ৩ গুন বড় গ্রহানু

বাংলাহান্ট ডেস্কঃ সমস্ত পৃথিবী (earth) যখন করোনা মহামারির সাথে লড়ছে তখন প্রকৃতিও যেন প্রতিশোধ নিচ্ছে মানব সভ্যতার ওপর ভয়ংকর ঝড়, বন্যা, দাবানল এমনকি পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে কয়েকটি গ্রহানুও (astroid) । সম্প্রতি নাসা সূত্রে জানা যাচ্ছে আরো এক ভয়ংকর খবর। এগিয়ে আসছে আরো এক গ্রহানু। যার আকার স্ট্যাচু অফ লিবার্টির প্রায় ৩ গুন বড়।

images 2020 09 10T172729.525

2020QL2 নামের গ্রহাণুটি প্রায় ১২০ মিটার লম্বা।  মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি প্রায় ৪৬ মিটার লম্বা, সুতরাং এটি তার থেকে প্রায় ৩ গুন বড়। যদিও নাসার তরফ থেকে জানানো হয়েছে এটির পৃথিবীতে ধাক্কা মারার কোনো আশঙ্কাই নেই। এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে ১৪ সেপ্টেম্বর।

images 2020 09 10T172721.175

বিরাট গ্রহাণুটি প্রতি সেকেন্ডে প্রায় সাড়ে দশ কিলোমিটার গতিবেগে পৃথিবীর পাশ থেকে উড়ে যাবে। গ্রহাণুটি প্রায় ৪২৫৯২৩৫ মাইল দূর থেকে উড়ে যাবে। যা চাঁদ ও পৃথিবীর মধ্যে প্রায় দশগুণ দূরত্ব তবুও নাসা এটিকে নিয়ার-আর্থ অবজেক্ট হিসাবে বিবেচনা করেছে।

images 2020 09 10T172707.712

2020QL2 টি প্রথম আগস্ট মাসে আবিষ্কার হয়েছিল। মাত্র এক সপ্তাহ আগে, 2020QLQL2  চেয়েও বড় একটি গ্রহাণু পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গিয়েছে।  গ্রহাণু, 465824 (2010 এফআর) ৬ সেপ্টেম্বর পৃথিবীর সবচেয়ে কাছে ছিল। এটিও আকারে যথেষ্ট বড় ছিল এটি রোমের কলসিয়ামের তুলনায়ও বড় ছিল।


সম্পর্কিত খবর