করোনা ভাইরাস নিয়ে ভবিষ্যতবাণী করলেন সৌরভ গাঙ্গুলির বিয়ে দেওয়া জ্যোতিষবিদ।

করোনা ভাইরাস নিয়ে নানান জ্যোতিষীবিদ নানান মতবাদ দিয়ে যাচ্ছেন। কয়েকদিন আগে চেন্নাইয়ের এক জ্যোতিষীবিদ বলেছিলেন 21 শে জুন সূর্য গ্রহণের মধ্য দিয়ে বিদায় নিতে চলেছে এই মারন ভাইরাস। আবার বেশ কয়েকজন বিখ্যাত জ্যোতিষীবিদ দাবি করেছেন এত সহজে এই মারন ভাইরাস মানুষকে নিষ্পত্তি দেবে না। দীর্ঘদিন মানব জীবনে প্রভাব ফেলে যাবে করোনা ভাইরাস।

এবার করোনা ভাইরাস নিয়ে ভবিষ্যৎবাণী করলেন সৌরভ গাঙ্গুলীর বিয়ে দেওয়া জোতিষবিদ। সৌরভ গাঙ্গুলী এবং ডোনা গাঙ্গুলী দিয়ে দিয়েছিলেন বিখ্যাত জ্যোতিষবিদ শ্রী হরিপদ শাস্ত্রী। এবার এই গুরুদেব বললেন পুজোর আগেই পৃথিবী থেকে বিদায় নিতে চলেছে করোনা ভাইরাস।

Untitled design 9

সৌরভ গাঙ্গুলির বিবাহ দেওয়া সম্রাট শ্রী হরিপদ শাস্ত্রী মহাশয় একশ বছর পার করে ফেলেছেন। বয়সের বিচারে তিনি সেঞ্চুরি করেছেন। আর সেই কারণেই এই দিন তার অনুগামীরা সকলে তার বাড়িতে ভিড় করেছিলেন। তার বাড়িতে তার 100 বছরের জন্মদিনে কেক কাঁটা হয়েছিল, জ্বালানো হয়েছিল 100 টি মোমবাতি। আর সেই কেক কাটার পরেই তিনি ভবিষ্যৎবাণী করে বললেন করোনা ভাইরাস পৃথিবী থেকে বিদায় নিতে চলেছে পুজোর আগেই।


Udayan Biswas

সম্পর্কিত খবর