বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন দিন চাহিদা বাড়ছে ইলেকট্রিক বাইকের (Electric Bike)। মূলত, ক্রমবর্ধমান জ্বালানির দাম এবং পরিবেশের কথা মাথায় রেখেই বৈদ্যুতিক যানবাহনের দিকে আকৃষ্ট হচ্ছেন গ্রাহকেরা। এমতাবস্থায়, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত গ্রিন ভেহিকেল এক্সপোর তৃতীয় সংস্করণে ADMS, Boxer নামে তাদের নতুন একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছে। যদিও, ADMS Boxer অনেকাংশেই Hero কোম্পানির জনপ্রিয় বাইক Splendor-এর মত দেখতে।
বর্তমানে, ADMS Boxer সম্পর্কে সম্পূর্ণ তথ্য উপলব্ধ না হলেও দাবি করা হচ্ছে যে, এই বাইক সম্পূর্ণ চার্জে ১৪০ কিমি পর্যন্ত ছুটতে পারবে। মূলত, বাইকটির ইকো মোডে এটি চালালেই ওই রেঞ্জ পাওয়া সক্ষম। জানা গিয়েছে, বাইকটিতে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। এছাড়াও, ADMS Boxer-এ সর্বমোট ৩ টি রাইড মোডের পাশাপাশি একটি রিভার্স মোডও রয়েছে।
কি কি ফিচার্স রয়েছে বাইকটিতে:
ADMS Boxer-এর মধ্যে রয়েছে আয়তক্ষেত্রাকার হেডল্যাম্প, ফ্রন্ট কাউল, সামনে এবং পিছনের মাডগার্ড, ফুয়েল ট্যাঙ্ক, সিট ডিজাইন এবং গ্র্যাব রেল। এই বাইকটি এক নজরে দেখলেই মনে হবে এটি অবিকল যেন Hero Splendor! এমনকি এটির টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন রিয়ার শক অ্যাবজরবারগুলির সাসপেনশন সেটআপও স্প্লেন্ডারের মতোই। যদিও, একটি বৈদ্যুতিক বাইক হওয়ার কারণে, ADMS Boxer-এর কিছু অনন্য বৈশিষ্ট্যও রয়েছে। যেমন- বিভিন্ন হ্যান্ডেলবার ডিজাইন এবং তাদের অবস্থান, ক্রোম-টিপড গ্রিপস এবং ইউনিক সুইচ কিউব।
যদিও ককপিট সেকশন এবং টুইন পড ইন্সট্রুমেন্ট কনসোলের একটি পরিচিত ডিজাইন রয়েছে। পাশাপাশি, ফুয়েল গেজ ব্যাটারি পার্সেন্টেজ ইন্ডিকেটর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। লেফট পডে Splendor-এর মতো একই স্পিডোমিটার এবং মাইলোমিটার রয়েছে। যদিও, ডায়ালের ভিতরের গ্রাফিক্স Splendor-এর থেকে আলাদা।
ADMS Boxer-এর মাঝামাঝি অংশটি সম্পূর্ণরূপে উজ্বল এবং ব্যাটারি প্যাকটি সরানোর জন্য তাতে কোনোরকম ফাঁক নেই। বাইকটিতে একটি অপসারণযোগ্য ব্যাটারি রয়েছে যা চার্জিং পোর্টের সাথে জ্বালানি ট্যাঙ্কের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ADMS বৈদ্যুতিক বাইকের স্পেসিফিকেশন:
ADMS-এর বেশিরভাগ বৈদ্যুতিক টু-হুইলারের রেঞ্জ থাকে ১০০-১২০ কিমির মধ্যে। 1500W রেটিং সহ ADMS-TTX বৈদ্যুতিক স্কুটার হল বেস্টসেলারগুলির মধ্যে একটি৷ ব্যবহারকারীরা এক্ষেত্রে ব্যাটারির 60V/30AH এবং 72V/45AH বিকল্প বেছে নিতে পারেন। যা চার্জ হতে ৪-৮ ঘন্টা সময় লাগে। পাশাপাশি, ব্যাটারিটির ওপর মোট ৩ বছরের ওয়ারেন্টি রয়েছে। এছাড়াও, সেন্টার লকিং, অ্যান্টি-থেফট অ্যালার্ম এবং কি-লেস এন্ট্রির সুবিধা উপলব্ধ রয়েছে। স্কুটারটি ICAT এবং ARAI দ্বারা স্বীকৃত।
এদিকে, মোটরসাইকেলপ্রেমীদের জন্য একটি অন্যতম বিকল্প হতে পারে ADMS M3। যার সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৭০ কিলোমিটার। ওই বাইকটিতে 72V, 45AH-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা চার্জ হতে প্রায় ৫-৬ ঘন্টা সময় নেয়। ADMS M3-ও ICAT দ্বারা স্বীকৃত। জানা গিয়েছে, আগামীদিনে ADMS একটি ই-বুলেট নিয়ে আসবে যেটিতে 72V, 90AH-এর ব্যাটারি প্যাক থাকবে। পাশাপাশি, সেটি 3000/4000 W মোটরকে শক্তি দেবে। সর্বোপরি এর সর্বোচ্চ গতি হবে প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার।