আজ বিজেপিতে যোগ দিচ্ছেন প্রভাবশালী এক নেতা, সাংসদের টুইটে বাড়ল জল্পনা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party) রাজ্যসভার সাংসদ অনিল বলুনী বড় তথ্য দিয়ে জানিয়েছেন যে, রবিবার দুপুর ১২টা নাগাদ একজন বড় মাপের নেতা বিজেপিতে যোগ দিতে চলেছে। যদিও, তিনি এখনও সেই বড় মাপের নেতার নাম জানান নি।

ওনার এই টুইটের পর জাতীয় রাজনীতিতে জল্পনার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে উত্তর প্রদেশের যুব কংগ্রেস নেতা জিতিন প্রসাদ এমনই আচমকা বিজেপিতে যোগ দিয়েছিলেন।

বিজেপির রাজ্যসভার সাংসদের পর চারিদিকে চর্চা হচ্ছে যে, এবার কে যোগ দিচ্ছেন বিজেপিতে? সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মণিপুর প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোবিন্দদাস কনথৌজম আজ বিজেপিতে যোগ দিতে পারেন। বলে রাখি, এর আগে গোবিন্দদাস কনথৌজম সহ ৮ জন কংগ্রেস বিধায়ক দল থেকে ইস্তফা দিয়েছিলেন।

গোবিন্দদাস কনথৌজম এবং ৮ কংগ্রেস বিধায়ক গত মাসে ইস্তফা দেওয়ার পর কংগ্রেসে বড়সড় ঝটকা লেগেছিল। তখন থেকেই জল্পনা উঠছিল যে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। আর আজ হয়ত সেই জল্পনা সত্যি হতে চলেছে।

সম্পর্কিত খবর

X