বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Jammu & Kashmir) রাজধানী শ্রীনগরের (Srinagar) রামবাগ এলাকায় সোমবার সেনা আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার শুরু হয়। পুলিশ আর সিআরপি এফ জওয়ানের সংযুক্ত টিম বড় সফলতা অর্জন করে দুই জঙ্গিকে নিকেশ করেছে।
সেনা জঙ্গিদের সকাল থেকেই ঘিরে রেখেছিল আর জঙ্গিরোধী অপারেশন চালাচ্ছিল। মৃত জঙ্গিদের মধ্যে একজন পাকিস্তানি (Pakistan) জঙ্গি আর একজন স্থানীয় জঙ্গি আছে। কাশ্মীরের আইজি বিজয় কুমার জানান, পাকিস্তানি জঙ্গিকে সনাক্ত করা হয়েছে। তাঁর নাম সৈফুল্লাহ। গত সেপ্টেম্বর মাসে আর সম্প্রতি নৌগামে সিআরপিএফ এই টিমের উপর হওয়া জঙ্গি হামলায় সৈফুল্লাহ যুক্ত ছিল। জানিয়ে দিই, নৌগামে জঙ্গি হামলায় সিআরপিএফ এর দুজন জওয়ান শহীদ হয়েছিলেন। আরেকদিকে, দ্বিতীয় স্থানীয় জঙ্গি লস্কর-এ-তৈবা এর সাথে যুক্ত।
#Update 2 terrorists killed during an encounter in the Rambagh area of Srinagar. The search is underway. Further details awaited: Jammu & Kashmir Police https://t.co/OpAuNs3H5O
— ANI (@ANI) October 12, 2020
পুলিশের এক আধিকারিক জানান, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর সোমবার সকাল সকালে শহরের ওল্ড বরজুল্লা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানো হয়। উনি জানান, সকাল প্রায় পৌনে আটটা নাগাদ তল্লাশি অভিযান চলার সময় জঙ্গিরা সেনার উপর গুলিবর্ষণ করা শুরু করে দেয়। আধিকারিক জানান, সেনাও পাল্টা গুলি চালায়। সেনার চালানো গুলিতে দুই জঙ্গি নিকেশ হয়।