কাশ্মীরে ২৪ ঘণ্টায় খতম সাত জঙ্গি, বড়সড় হামলার ষড়যন্ত্র ব্যর্থ করতে সফল হল সেনা

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের শোপিয়ানে জঙ্গি আর সেনার মধ্যে হওয়া এনকাউন্টারে এখনো পর্যন্ত চার জঙ্গি নিকেশ হয়েছে। এই অপারেশনে সেনার ৬২ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীরের পুলিশ অংশ নিয়েছিল। এর আগে গতকাল কাশ্মীরে ৩ জঙ্গিকে নিকেশ করেছিল সেনা।

বলে দিই, পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে, এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। এরপর সেনার সংযুক্ত দল উক্ত এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। সেনাকে দেখে জঙ্গিরা গুলি চালানো শুরু করে দেয়। এরপর সেনাও জঙ্গিদের গুলির পাল্টা গুলি চালায়। কয়েক ঘণ্টার সংঘর্ষের পর সেনা চার জঙ্গিকে নিকেশ করে। এখনো গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা।

গতকাল জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান, গোপন সূত্রে খবর পাওয়া গেছিল যে কুলগামে চিম্মের গ্রামে কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। এরপরই আজ সকাল থেকে অপারেশন শুরু হয়। এই অপারেশনে সেনা, সিআরপিএফ এর সংযুক্ত দল অংশ নেয়। এই অপারেশনের তিনজন জঙ্গি নিকেশ হয়েছে। দিলবাগ সিং জানান, সেনার তিন জওয়ানও আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দিলবাগ সিং জানান, মৃত জঙ্গিরা মধ্যে জইশ-এ-মোহাম্মদ (Jaish-e-Mohammed) এর সাথে যুক্ত।

তিনি জানিয়েছিলেন, মৃতদের মধ্যে জইশ-এ-মোহাম্মদ এর একজন শীর্ষ কম্যান্ডারও আছে। ওই শীর্ষ কম্যান্ডার আইইডি এক্সপার্ট বলে জানান তিনি। ওই কম্যান্ডার সোজাসুজি পাকিস্তান থেকে নির্দেশ পেয়ে কাশ্মীরে জঙ্গি অভিযান চালাত বলে জানান তিনি। বলে দিই, উত্তর কাশ্মীরের সীমান্ত জেলা কুপওয়ারার কেরন সেক্টরে গতকাল অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে সেনা এক জঙ্গিকে নিকেশ করেছিল। ওই জঙ্গির কাছ থেকে একটি AK 47 উদ্ধার হয়েছিল। সেনা জানায়, তিন থেকে চার জঙ্গি পাকিস্তান থেকে ভারতে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল। এরপর গোটা এলাকায় ঘিরে অন্য জঙ্গিদের উদ্দেশ্যে তল্লাশি অভিযান চালানো হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর