৩ দিনের মধ্যে থানায় হাজিরার নির্দেশ বাবুল সুপ্রিয়কে, দায়ের হল এফআইআর

বাংলাহান্ট ডেস্কঃ করোনা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠল আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul supriyo) বিরুদ্ধে। দায়ের হল এফআইআর। এমনকি আগামী ৩ দিনের মধ্যে হাড়োয়া থানায় হাজিরার নির্দেশ দেওয়া হল বাবুল সুপ্রিয়কে।

অভিযোগ উঠেছে, বিধানসভা নির্বাচনের সময় গত ১৪ ই এপ্রিল বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহার সমর্থনে প্রচারে গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। অভিযোগ উঠেছে, সেই প্রচারেই লঙ্ঘিত হয়েছে করোনা বিধি নিষেধ। সেই অপরাধেই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

অন্যদিকে এই এফআইআরের কপি ট্যুইট করে রাজ্য পুলিশকেই আক্রমণ করেছেন বাবুল সুপ্রিয়। ট্যুইটে তিনি লেখেন, ‘মমতাদির পুলিশ আমার নামে এফআইআর দায়ের করেছে। হাড়োয়ায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে যেতেই মমতা দিদির পুলিশ এই পদক্ষেপ নিল। মন্তব্য নিষ্প্রয়োজন। আমার আইনজীবী বিষয়টি দেখবেন’।

বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে থানায় এই এফআইআর দায়ের প্রসঙ্গে পুলিশকেই আক্রমণ করেছেন বিজেপি সাংসদ। সেইসঙ্গে পুলিশের পেছনে শাসকদলের ইন্ধন আছে বলেও অভিযোগ তাঁর। এফআইআর দায়ের করে পুলিশের পক্ষ থেকে আগামী ৩ দিনের মধ্যে হাড়োয়া থানায় হাজিরার নির্দেশও দেওয়া হল বাবুল সুপ্রিয়কে। যা নিয়ে কিছুটা চাপে রয়েছে বিজেপি শিবির।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে নির্বাচনী প্রচারে নানারকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, প্রচারে সেসব নিষেধাজ্ঞা পালিত হয়নি। উল্টে বাঁধ ভাঙা ভিড় এবং মাস্কহীন মানুষও দেখা গিয়েছে। শুধুমাত্র বাবুল সুপ্রিয়র জনসভা নয়, অনেক জনসভা রোড শোতে এই দৃশ্য দেখা গিয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর