বাংলা হান্ট ডেস্কঃ কথায় বলে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা! আর এবার ধরা পড়ার পর তৎক্ষণাৎ ঘুষের টাকা মুখে ঢুকিয়ে গিলে ফেললেন এক সরকারি কর্মী (Government Official)। সোমবারের ঘটনা। রাজ্যের রাজস্ব দফতরের এক কর্মী গ্রেফতার হওয়ার পরই ঘুষের (Bribe) সাড়ে ৪ হাজার টাকা গিলে ফেলেন। অবাক করা এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কটনি এলাকায়।
জানা গিয়েছে, রাজস্ব দফতরের ওই সরকারি কর্মীর নাম গজেন্দ্র সিংহ। তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। একটি জমি মামলায় পাঁচ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করেন চন্দন সিংহ লোধি নামে এক ব্যক্তি। এরপর জব্বলপুরে লোকায়ুক্ততে দায়ের হয় অভিযোগ।
সূত্রের খবর, লোধির কাছ থেকে প্রায় সাড়ে ৪ হাজার টাকা নিচ্ছিলেন ওই সরকারি কর্মী। এরপর তদন্তে নেমে তার অফিসে হানা দিতেই সঙ্গে সঙ্গে ঘুষের টাকা মুখের ঢুকিয়ে নেন গজেন্দ্র। তার পর জলদি জলদি চিবোতে থাকেন। তাকে গ্রেফতারও করা হয়েছে। তবে চিবিয়ে ফেলা সেই টাকা উদ্ধার করতে রীতিমতো কালঘাম ছুটেছে পুলিশের। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির আগে কিছু টাকা খেয়েও ফেলেন ওই সরকারি কর্মী।
पटवारी बनना आसान काम नहीं है क्यूँकि पटवारी को रिश्वत खाकर दिखानी भी पड़ती है, कटनी के पटवारी को जब लोकायुक्त की टीम ने रिश्वत लेते पकड़ा तो गजेंद्र सिंह पाँच सौ के नौ नोट चबा कर खा गये, बाद में डाक्टर ने रिश्वत के नोटो की लुगदी निकाली @ABPNews pic.twitter.com/lFP8hIr8Fr
— Brajesh Rajput (@brajeshabpnews) July 25, 2023
ঘটনার পরই জেল তো দূর অভিযুক্তকে নিয়ে জেলা হাসপাতালে নিয়ে ছোটে পুলিশ। বহু চেষ্টার পর গজেন্দ্রর মুখ থেকে টাকার মণ্ড বের করা সম্ভব হয়। জানা গিয়েছে বর্তমানে গজেন্দ্র সুস্থ রয়েছেন। ইতিমধ্যেই ওই সরকারি কর্মীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং ঘটনার তদন্ত করা হচ্ছে।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ‘থ’ সকলে। সেই মোটা টাকার বান্ডিল পুরোটা মুখে! এও সম্ভব! আবার অনেকে বলছেন সম্ভব নয়ই বা কেন, যেখানে পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী ব্যালট পেপার গিলে খেয়ে নেন সেখানে নোট কি জিনিস। যদিও শাসকদলের ক্যান্ডিডেটের ব্যালট পেপার খেয়ে নেওয়ার সেই ঘটনা সত্যি কিনা তা এখনও প্রমাণ হয়নি, অভিযোগ মাত্র।