নন্দীগ্রামের ICDS সেন্টারে মর্মান্তিক ঘটনা! গরম কড়াইতে পড়ে ঝলসে গেল শিশু

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নন্দীগ্রামে আইসিডিএস সেন্টারে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। গরম খাবারের কড়াইয়ে একটি শিশুর পড়ে গিয়ে ঝলসে যাওয়ার ঘটনার ভিডিও সম্প্রতি সামনে এসেছে। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে এবার বড়সড তদন্তের মুখে নন্দীগ্রামে-১ এর ১০ নম্বর আইসিডিএস কেন্দ্রটি।

গত শুক্রবার ঘটে যায় এই বীভৎস দুর্ঘটনাটি। বর্তমানে শিশুটি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে ওই ছোট্ট শিশুটির। হাসপাতালে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

দীর্ঘদিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা পরিকাঠামো নিয়ে নানামহলে গুঞ্জন শুরু হয়েছে। কোথাও খোলা আকাশের নিচে আবার কোথাও ক্লাব ঘরে আইসিডিএস কেন্দ্রের কাজ চলছে। আবার কিছু কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা থেকে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা নেহাতই কম। কিছু কিছু ক্ষেত্রে ক্লাব ঘর ভাড়া নিয়েও এই সব কেন্দ্র চালাতে হচ্ছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর,নন্দীগ্রাম এক ব্লকে সাউথ খণ্ড জলপাই আইসিডিএস কেন্দ্রে একটি শিশু খেলতে খেলতে গরম ভাতের ফ্যানের উপর পড়ে যায় এবং তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। এই অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। দ্রুত তাকে নন্দীগ্রাম ব্লক হাসপাতালে ভর্তি করিয়ে শুরু হয় চিকিৎসা।জানা যাচ্ছে ব্লক আধিকারিক আইসিডিএস এর কর্মীদের নিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয় একটি বৈঠক করেছেন।

প্রসঙ্গত অধিকাংশ আইসিডিএস কেন্দ্রগুলি খোলা আকাশের নিচে, এর ফলে বৃষ্টির দিনে খুব সঙ্গীন অবস্থা হয় পড়ুয়া ও শিক্ষকদের। আবার কোথাও ছাত্র-ছাত্রী সংখ্যা বেশি থাকলেও নেই পর্যাপ্ত পরিমাণ শিক্ষক। এই অবস্থায় আইসিডিএস কেন্দ্র গুলিতে শিশুদের নিরাপত্তা বিষয়টি এখন প্রশ্নচিহ্নের মুখে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X