বাংলা হান্ট ডেস্ক: ভারতের সঙ্গে পাকিস্তানের (Pakistan) প্রতিনিয়ত ঠোকাঠুকি লেগেই রয়েছে। পান থেকে চুন খসলেই দু’দেশের মধ্যে শুরু হয়ে যায় যুদ্ধ। আর এই আবহেই শোনা গেল দুঃসংবাদ। পাকিস্তানের জেলেই প্রাণ হারালেন এক ভারতীয়। আর সেই ব্যক্তির মৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। কিন্তু কিভাবে মৃত্যু ঘটল ওই ব্যক্তির? পাকিস্তানেই বা কি করছিলেন তিনি?
পাকিস্তানের (Pakistan) জেলে মৃত্যু এক ভারতীয়র এক:
জানা গিয়েছে, পাকিস্তানের (Pakistan) জেলে মৃত্যু হয়েছে যে ভারতীয় নাগরিকের তিনি পেশায় মৎস্যজীবী। ওই ব্যক্তির নাম বাবু। তিনি পাকিস্তানে জেলবন্দি অবস্থায় ছিলেন। ২০২২ সালে তাঁকে গ্রেফতার করা হয়েছিল বলে খবর। গ্রেফতারের পর বাবু নামের ওই মৎস্যজীবীকে করাচির একটি জেলে রাখা হয়েছিল। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে, ভারতের ওই মৎস্যজীবীর সাজার মেয়াদও পূরণ হয়ে গিয়েছিল।
ভারতে ফেরত পাঠানো হয়নি মৎস্যজীবীকে: জানা গিয়েছে, বাবু নামের ওই মৎস্যজীবীর শাস্তির মেয়াদ সম্পূর্ণ হলেও ভারতে ফেরত পাঠায়নি পাকিস্তান (Pakistan)। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত দু’বছরে মোট আট জন ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু হয়েছে পাকিস্তানের জেলে বলে খবর। পাশাপাশি আরও জানা গিয়েছে, বাবুর মত এমন অনেক ভারতীয় মৎস্যজীবী রয়েছেন, যাঁদের পাকিস্তানের জেলে সাজার সম্পূর্ণ মেয়াদ কাটিয়ে ফেলেছেন। কিন্তু এখনও দেশে ফিরতে পারেননি।
আরও পড়ুন: এবার মার্কেট কাঁপাবে নতুন ৩৫০ ও ৫ টাকার নোট! বড়সড় তথ্য দিল RBI
সূত্র মারফত জানা গিয়েছে, এখনও এমন ১৮০ জন ভারতীয় মৎস্যজীবী দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। আর তাঁদের দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকার বার বার বলে যাচ্ছে পাকিস্তানের (Pakistan) সরকারকে। কিন্তু তবুও ফেরত পাঠানো হয়নি। কিন্তু তারই মধ্যে বৃহস্পতিবারই আরও এক ভারতীয় মৎস্যজীবীর পাকিস্তানের জেলে মৃত্যু হল।
আরও পড়ুন: সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও বিরাট ধাক্কা রাজ্যের! এবার বড় নির্দেশ দিল হাইকোর্ট
গত বছর ডিসেম্বরে এই বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয়, গত বছরের ১ জুলাইয়ের হিসাব অনুসারে পাকিস্তানে (Pakistan) ২১১ জন ভারতীয় মৎস্যজীবী ধরা পড়েছে। আর এবছর জানুয়ারিতে দেওয়া তালিকা অনুসারে, পাকিস্তানের জেলে ২১৭ জন মৎস্যজীবী এবং ৪৯ জন সাধারণ বন্দি রয়েছে। এই তালিকাই দিল্লিতে পাঠায় ইসলামাবাদ। উল্টোদিকে দিল্লি থেকেও তালিকা পাঠানো হয় ইসলামাবাদে। আর সেই তালিকা অনুসারে পাকিস্তানের ৮১ জন মৎস্যজীবী এবং ৩৮১ জন সাধারণ মানুষ ভারতে বন্দি রয়েছেন। কিন্তু কবে তাঁরা নিজেদের দেশে ফিরবেন এখন এটাই প্রশ্ন।