মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বিমান, মৃত পাইলট

বাংলাহান্ট ডেস্কঃ চলছিল নিয়ম মাফিকই প্রশিক্ষণ। কিন্তু মাঝ আকাশে আচমকাই ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (indian air force) মিগ-২১ বিমান (mig-21 aircraft)। শুক্রবার ভোররাতে পঞ্জাবের মোগার কাছে হঠাৎই ভেঙে পড়ে এই যুদ্ধ বিমান। এই দুর্ঘটনায় বিমানের পাইলটের এখনও কোন খোঁজ পাওয়া যায়নি। তবে তাঁকে মৃত বলেই অনুমান করা হচ্ছে।

cats 1275

এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও অবধি জানা যায়নি। তবে ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে ইতিমধ্যেই এবিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বায়ু সেনা সূত্রের খবর, নিয়ম মাফিক প্রশিক্ষণের সময় ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বিমান মোগার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে ভেঙে পড়ে। ঘটনাটি ঘটে শুক্রবার রাত প্রায় ১ টা নাগাদ।

এই ঘটনার পরবর্তীতে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকেই একটি ট্যুইট করে সমস্তটা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘পশ্চিম সেক্টরে ভারতীয় বায়ুসেনার একটি বিমান গতকাল রাতে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার ফলে গুরুতরভাবে জখম হন বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী। ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করা হচ্ছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর