বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে তীব্র গরমের জেরে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজ্যবাসী (West Bengal)। পাশাপাশি, অপ্রতুল বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। দুপুরের দিকে বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন সকলে। এমতাবস্থায়, উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষার আগমন ঘটেছে। পাশাপাশি, দু’-একদিনের মধ্যেই দক্ষিণবঙ্গেও ঢুকবে বর্ষা। যা নিঃসন্দেহে স্বস্তির খবর হলেও সামনে এল একটি বড়সড় আশঙ্কার প্রসঙ্গও।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। মূলত, ইন্ডিয়ান মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট “সিভিয়ার টু ভেরি সিভিয়ার হিটওয়েভ কন্ডিশন”-এর বিষয়টি বারবার মনে করিয়ে দিচ্ছে। এমনিতেই এই গরমে মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। এই আবহে নতুন করে তাপপ্রবাহের আশঙ্কা যে চিন্তা বৃদ্ধি করবে তা আর বলার অপেক্ষা রাখে না।
শুধু তাই নয়, ইতিমধ্যেই তাপপ্রবাহে জর্জরিত রাজ্যগুলির একটা তালিকাও প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে। আর সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। এছাড়াও, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, তামিলনাড়ুও ওই তালিকায় রয়েছে।
এদিকে, সামগ্রিকভাবে আগামী তিনদিনে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন যে, উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই বিহারে তাপপ্রবাহের জন্য জারি হয়েছে রেড অ্যালার্ট। পাশাপাশি, পাটনা জেলা প্রশাসনের তরফে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাড়ানো হয়েছে গরমের ছুটি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আপাতত আগামী ২৪ জুন পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে সেখানে। পাশাপাশি, ঝাড়খণ্ডেও কিছু কিছু জায়গায় বাড়ানো হয়েছে গরমের ছুটি। এছাড়াও, গোয়া, ছত্তিসগঢ় এবং অন্ধ্রপ্রদেশের স্কুলেও এই ছুটি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।