ঠিক যেন অজয় দেবগনের ‘দৃশ্যম”! মৌলবিকে খুন করে নির্মাণাধীন বাড়িতে পুঁতে দিল আরেক মৌলবি

বাংলা হান্ট ডেস্ক : একেবারে ‘দৃশ্যম’-এর দৃশ্যায়ন। বলিউড সিনেমার আদলে খুন। এমনই চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এল হরিয়ানায় (Haryana)। জানা যাচ্ছে, এই ঘটনায় অভিযুক্ত হত্যাকারী এক মৌলবিকে কেরানা নিয়ে যায়। সেখানে তাঁর নৃশংস ভাবে হত্যা করে। তারপর তার দেহ নির্মীয়মান একটি বাড়িতে পুঁতে দেয়। হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিস। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে।

দৃশ্যম নামে একটি হিন্দি সিনেমা রয়েছে। সেখানে হত্যাকারী এক যুবককে খুন করে তার দেহ নির্মীয়মান পুলিস থানায় পুঁতে দেয়। এই ঘটনার বাস্তব রূপপায়ন ঘটল এবার। পুলিস সূত্র জানা যাচ্ছে, ৬৫ বছরের এক মৌলবি অপর এক মৌলবিকে কেরানা নিয়ে যায়। সেখানে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। তার পর তার দেহ পুঁতে ফেলে একটি নির্মীয়মান বাড়ির নিচে। গত বুধবার পানিপথ পুলিস ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতে একটি বাড়ির নিচে থেকে একটি মৃতদেহ উদ্ধার করে। জানা যায় ওই মৃত ব্যক্তির নাম ওয়াসিম। গত ৩১ ডিসেম্বর থেকে নিঁখোজ ছিল সে। মৃত দেহ পেয়েই তল্লাশি শুরু করে পুলিস।

haryana 2

পুলিস জানতে ওই ব্যক্তির অপর এক ব্যক্তি কেরানা আসে গত ৩১ ডিসেম্বর। মৃত ওই ব্যক্তির সঙ্গে ছিল অপর এক মৌলবি। তার নাম উস্তাদ দিশাদ। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। পুলিস জেরায় স্বীকারও করে খুনের কথা। অভিযগক্ত জানায়, সাড়ে সাত লক্ষ্য টাকার লোভে এই দুষ্কর্ম করেছে সে। হত্যার আগে ওই যুবকের নামে মহিলাঘটিত একটি মিথ্যা বদনামও দেয় সে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৮ বছর বয়সী ওয়াসিম ৪ দিন ধরে নিঁখোজ ছিল। গত ৩১ ডিসেম্বর কাজের জন্য বাড়ি থেকে বেড়িয়ে ছিল সে। ওয়াসিমের দাদা কল্লন জানান তাঁর ভাই কাঠের ব্যবসা করতো। ৩১ ডিসেম্বর ভোর ৪টে নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে যায় সে। ১ জানুয়ারি সন্ধ্যা ৬ টা নাগাদ তাঁর মোবাইলে একটি ম্যাসেজ আসে। সেখানে ওয়াসিমের মৃতদেহের ছবি পাঠানো হয়। সেখানে লেখা ছিল, ‘আমি জিন্দ থেকে বলছি তোমার ভাই আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছিল, তাই তাকে আমরা মেরে ফেলেছি। ওয়াসিম আমার মেয়ের থেকে সাড়ে ৭ লক্ষ টাকা নিয়েছে। এবার ওই টাকা আমরা তোমাড কাছ থেকে আদায় করবো।’ এরই মধ্যে পুলিস মৃতদেহ উদ্ধার করায় সমাধান হয় এই রহস্যের।

Sudipto

সম্পর্কিত খবর