বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে টাকা এবং সম্পত্তি নিয়ে বিবাদ আমরা প্রায়ই শুনতে পাই। এমনকি, কোনো কোনো সময়ে তা প্রাণঘাতীও হয়ে উঠে। এমতাবস্থায়, এক বিরল ঘটনা ঘটালেন এক বৃদ্ধা। জানা গিয়েছে যে, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের দালানওয়ালা নেহেরু রোডে বসবাসকারী এক বৃদ্ধা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর নামে নিজের সম্পত্তি উইল করে দিয়েছেন। এই বিষয়ে পুষ্প মুঞ্জিয়াল নামের ওই বৃদ্ধার পক্ষ থেকে আদালতে একটি উইল পেশ করা হয়েছে।
পাশাপাশি, এই প্রসঙ্গে মহানগর সভাপতি লালচাঁদ শর্মা বলেছেন যে, প্রাক্তন রাজ্য সভাপতি প্রীতম সিংকে রাহুল গান্ধীর নামে সম্পত্তির এই উইল যমুনা কলোনির বাসভবনে হস্তান্তর করার সময়ে পুষ্প মুঞ্জিয়াল জানিয়েছেন যে, তিনি রাহুল গান্ধীর চিন্তাভাবনা দ্বারা অত্যন্ত প্রভাবিত।
এই উইলের পেছনে কি কারণ রয়েছে:
ওই বৃদ্ধা জানান, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাঁর পরিবার সর্বদাই দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। শ্রীমতি ইন্দিরা গান্ধী হোক বা রাজীব গান্ধী, দুজনেই এদেশের ঐক্য ও অখণ্ডতার জন্য জীবন উৎসর্গ করেছেন। এমন পরিস্থিতিতে তিনি রাহুল গান্ধীকে তাঁর সম্পত্তির জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করেন।
এদিকে, এই ঘটনায় উত্তরাখণ্ডে কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি এবং বিরোধী দলের নেতা প্রীতম সিং, পুষ্প মুঞ্জিয়ালের এহেন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন যে, ওই বৃদ্ধার কংগ্রেস এবং গান্ধী পরিবারের প্রতি গভীর অনুরাগ রয়েছে, যার কারণে তিনি তাঁর সম্পত্তি রাহুল গান্ধীর কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, পুষ্প মুঞ্জিয়ালের এই পদক্ষেপে অবাক হয়েছেন সকলেই। সবচেয়ে বড় কথা হল, রাহুল গান্ধীকে দেওয়া এই সম্পত্তিটি রাজধানীর একটি অভিজাত এলাকায় অবস্থিত। স্বাভাবিকভাবেই এটির অর্থমূল্যও অনেক।