চাকরি না করেও এবার মিলবে নিশ্চিত পেনশন! কেন্দ্রের নয়া ঘোষণায় খুশির হাওয়া দেশে

বাংলা হান্ট ডেস্কঃ একটা বয়সের পর প্রত্যেকেরই কর্মক্ষমতা হ্রাস পায়। শরীর দুর্বল হয়ে পড়ে, বাড়তে থাকে টাকার প্রয়োজনীয়তা। এদিকে নানান কারণে প্রবীণদের ক্ষেত্রে অর্থ উপার্জন করা কঠিন হয়ে পড়ে। তবে পেনশন (Pension Scheme) থাকলে অনেকখানি সুরাহা হয়। এবার এই পেনশন নিয়েই সামনে আসছে বড় খবর! চাকরি না করলেও পাওয়া যাবে নিশ্চিত পেনশন (Pension)! সম্প্রতি এমনটাই জানা গিয়েছে।

পেনশন (Pension Scheme) নিয়ে দুর্দান্ত উদ্যোগ কেন্দ্রের

চাকরি থেকে অবসর গ্রহণের পর সরকারি কর্মীরা পেনশন পান। বেসরকারি কর্মীদের অনেকেও নানান পেনশন প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। কিন্তু চাকরি ছাড়া অন্য পেশার সঙ্গে যুক্ত মানুষদের জন্য তেমন নির্দিষ্ট পেনশন প্রকল্পের সংখ্যা বেশ কম। এই আবহে এবার বড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। গত বুধবার শ্রম মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে একটি ঘোষণা করা হয়েছে।

দেশের সকল নাগরিকের জন্য উপলব্ধ একটি ‘সর্বজনীন পেনশন প্রকল্প’ (Pension Scheme) শুরু করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য। শ্রম মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। বর্তমানে যাদের জন্য কোনও বড় রকমের সঞ্চয় প্রকল্পের সুযোগ নেই।

আরও পড়ুনঃ সার্থক হল ১৪ বছরের লড়াই! জয়রামবাটিতে প্রথমবার পৌঁছল মালবাহী ট্রেন! উচ্ছ্বসিত সৌমিত্র খাঁ

এক্ষেত্রে বলে রাখি, এই মুহূর্তে গৃহস্থালি কর্মী, নির্মাণ শ্রমিকদের মতো অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা সরকার পরিচালিত বৃহৎ সঞ্চয় প্রকল্পগুলির (Government Scheme) সুবিধা থেকে একপ্রকার বঞ্চিত। তবে তাঁরা এই নয়া স্কিমের সুবিধা পাবেন। সেই সঙ্গেই বেতনভুক কর্মী এবং স্ব-নিযুক্তরাও চাইলে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।

Pension scheme

জানা যাচ্ছে, এই নয়া প্রস্তাবনা ও চলতে থাকা স্কিমগুলির মধ্যেকার অন্যতম গুরুত্বপূর্ণ পার্থক্য হল, নয়া প্রকল্পে স্বেচ্ছার ভিত্তিতে টাকা রাখা হবে। সরকার এর জন্য কোনও টাকা রাখবে না। ‘নিউ পেনশন স্কিম’ নামে পরিচিত এই নয়া প্রকল্প স্বতন্ত্রভাবে শুরু হতে চলেছে। অন্যদিকে জাতীয় পেনশন প্রকল্প এতদিন যেভাবে চলছিল, সেভাবেই চলবে।

উল্লেখ্য, অসংগঠিত ক্ষেত্রের জন্য বর্তমানে সরকার পরিচালিত বেশ কয়েকটি পেনশন প্রকল্প (Pension Scheme) রয়েছে। যেমন, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা। এছাড়া কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা তো রয়েছেই। এবার একটি নয়া সর্বজনীন পেনশন প্রকল্পের উদ্যোগ নেওয়া হল। এর ফলে এদেশের বহু নাগরিকের সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর