বাংলাহান্ট ডেস্কঃ ”ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে”, সবই তো ঠিক ছিল কিন্তু সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে, যা দেখে চোক্ষু চড়ক গাছ সকলের। ছিপের বদলে আস্ত মাছ নিয়ে আকশে উড়ছে পাখি। ব্যস্ত সমুদ্র সৈকত। সমুদ্র পাড়ে অন্তরঙ্গ মুহূর্তে যে যার মতো করে সময় কাটাচ্ছে। কেউ স্নান করছে, তো কেউ পাড়ে বসেই সমুদ্রের ঢেউ গুনছে।
কি পাখি উড়ছে আকাশে?
আচমকাই এক ঘটনায় হতবাক হয়ে গেল আমেরিকার মার্টল সমুদ্র সৈকতে উপস্থিত মানুষজনের। আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, এবার আবার কেমন পাখি? পায়ে করে নিয়ে যাচ্ছে একটা গোটা হাঙরের (Sharks) মত এক বিশালাকার মাছ। উড়ে বেড়াচ্ছে সমস্ত আকাশময়। সেই পাখির কাছে কাবু হয়ে রয়েছে শক্তিশালী সেই মাছও।
দক্ষিণ ক্যারোলিনার বাসিন্দা কেলি বারবেজের করা এই ভিডিওই বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক বিশালাকার পাখি জল থেকে একটি বিশালাকৃতি মাছকে তুলে পায়ে করে উড়ে বেড়াচ্ছে সমস্ত আকাশ ময়। শক্তিশালী মাছও তাঁর কাছে কাবু। কিন্তু এটি আবার কোন ধরণের পাখি, যে কিনা বিশালাকৃতিকেও শিকার করতেও ডরায় না।
https://twitter.com/trackingsharks/status/1277986456489750529
স্যোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
ভিডিওটি স্যোশাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি তিনি জানতে চেয়েছেন, এই বিশালাকার পাখিটির নাম কি? এটি ঈগল নাকি শকুন? তবে একদল পাখি বিশেষজ্ঞের মতে বিশালাকৃতি মাছ শিকার করা ওই পাখিটি চওসপ্রে প্রজাতির। তবে যাই হোক কেলির করা এই ভিডিওটি সে নিজের ফেসবুক এবং ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই প্রায় সাড়ে ১৫ লক্ষেরও বেশি জন দর্শক জুটে গেছে এই ভিডিওর।