বাংলা হান্ট ডেস্ক: ইসলামপুর (Islampur) থেকে এক অবাক করার মতো খবর সামনে এসেছে। সেখানের এক বেসরকারি নার্সিং হোমে একসাথে পাঁচ পাঁচটি শিশু কন্যার জন্ম দিয়েছেন এক প্রসূতি। ওই প্রসূতির নাম তাহের বেগম। রবিবার ভোর পাঁচটা নাগাদ ইসলামপুরের আমবাগান এলাকাতে তাহের বেগম নার্সিং হোমে ভর্ত্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে। তারপরই জন্ম দেন পাঁচ শিশু কন্যার।
তাহের বেগমের স্বামী জাভেদ আলম ভিন রাজ্যে কাজ করেন। তাদের বাড়ি বিহারের ঠাকুরগঞ্জে। উল্লেখ্য, প্রথম দুইমাস গর্ভাবস্থার সময়ই আল্ট্রাসোনোগ্রাফি করে জানিয়ে দেওয়া হয় যে, ওই প্রসূতির গর্ভে পাঁচটি শিশু রয়েছে। সেইসময় থেকে তাকে সাহস এবং সহায়তা দিতে শুরু করেন ডাক্তার ফারজান নুরি।
উল্লেখ্য যে, সাধারণ গর্ভাবস্থায় ২টি সন্তান থাকলেই প্রসূতির বেশ সমস্যা হতে থাকে। কিন্তু এক্ষেত্রে তেমন সমস্যা হয়নি প্রসূতির। তাহের বেগম নিজেই বলেন, আগে থেকেই জানতাম পাঁচ সন্তান রয়েছে। তবে এখন সবাই সুস্থ রয়েছে এর থেকে বেশী কিছু চাই নি। পাঁচ মেয়েই সুস্থ থাকায় আমি খুব খুশি।
আরও পড়ুন:নুপূর শর্মা সহ একাধিক হিন্দুত্ববাদীকে হত্যার ছক! গ্রেফতার মৌলবীর মোবাইলে বিরাট রহস্য
বিষয়টি সম্পর্কে তাহের বেগমের চিকিৎসক ফারজানা নুরি বলেন, প্রসূতি এসেছিলেন প্রসব যন্ত্রণা নিয়ে। তবে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকায় নরম্যাল ডেলিভারী করেছি। চিকিৎসক নিজেও জানান যে, তার জীবনে তিনি এই প্রথম ৫ সন্তান একত্রে দেখলেন। তবে এতে কোন জটিলতা ছিলনা। তিনি এও জানান যে, পাঁচ বাচ্চা হওয়ায় তাদের ওজন কম হয়েছে। তবে চিকিৎসকরা তৈরি ছিলেন প্রিম্যচুওর ডেলিভারির জন্য।