বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতে তাঁর বসবাস বহুদিন ধরে। তবে ‘এখানে আকাশ নীল’ খ্যাতির শিখরে তুলেছিল অনামিকা চক্রবর্তীকে (Anamika Chakraborty)। ‘হিয়া’ চরিত্রটি আলাদা জনপ্রিয়তা এনে দিয়েছিল তাঁকে। সিরিয়াল (Bengali Serial) শেষ হওয়ার খবরে রীতিমতো হাহাকার পড়ে গিয়েছিল দর্শক মহলে। শন অনামিকা জুটিকে হারানোর কষ্টে আত্মহত্যা করার হুমকি পর্যন্ত দিয়েছিলেন অনুরাগীরা!
তবুও সিরিয়াল বন্ধ করা থেকে আটকানো যায়নি। মাঝে অবশ্য কিছুদিনের জন্য অনামিকাকে দেখা গিয়েছিল ছোটপর্দায়। ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ওইটুকুতে কি আর দর্শকদের মন ভরে?
তাই অনেকদিন পর আবারো সিরিয়ালে ফিরলেন অনামিকা। জি বাংলার নতুন সিরিয়াল ‘উড়ন তুবড়ি’তে (Uron Tubri) এনট্রি নিয়েছেন তিনি। চরিত্রের নাম নিশা। সিরিয়ালের নায়ক অর্জুনের মা অঞ্জলি হবু পুত্রবধূ হিসাবে নিশাকে পছন্দ করেছেন। তুবড়ির দিক থেকে ছেলের মন সরাতে জোর করে নিজের পছন্দ সই পাত্রীর সঙ্গে অর্জুনের বিয়ে দিতে চান তিনি।
দেড় মাস হয়ে গেল শুরু হয়েছে উড়ন তুবড়ি। কিন্তু এতদিনে একবারের জন্যও সেরা দশের টিআরপি তালিকায় জায়গা করে পারেনি সিরিয়ালটি। সদ্য সন্ধ্যা ছটার স্লট থেকে সরিয়ে রাত দশটায় পাঠানো হয়েছে তুবড়িকে। শেষমেষ টিআরপি বাড়াতে তাই নতুন চরিত্র ঢোকানোর চেষ্টা করছেন নির্মাতারা।
আর সিরিয়ালে অনামিকার এনট্রি নিঃসন্দেহে একটা বড় চমক। পর্দার ‘হিয়া’র ফ্যান ফলোয়িং বড় কম না। উপরন্তু এতদিন পর তিনি ছোটপর্দায় ফিরলেন। অনামিকার জন্যই উড়ন তুবড়ির টিআরপি বাড়লেও বাড়তে পারে বলেই মনে করছেন অনেকে।
প্রসঙ্গত, ছোটপর্দা থেকে বিরতি নিলেও বড়পর্দা ও ওয়েব সিরিজে কাজ করছেন অনামিকা। ‘ইস্কাবন’ ছবিতে সৌরভ দাস এবং সঞ্জুর সঙ্গে দেখা যাবে তাঁকে। জঙ্গল মহল, মাওবাদীদের গল্প উঠে আসবে ছবিতে। আগামী ১৭ জুন মুক্তি পেতে চলেছে ইস্কাবন।