অবস্থার অবনতি, হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রাখা হল অনামিকা সাহাকে

বাংলাহান্ট ডেস্ক: করোনার (corona) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টালমাটাল অবস্থা স্টুডিও পাড়ায়। একের পর এক টেলি ও টলি তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ উঠছে, রোগ লুকিয়ে কাজ করার জন‍্যই সংক্রমণের এমন বাড়বাড়ন্ত।

কিছুদিন আগেই খবর মিলেছিল অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা (anamika saha)। নানান শারীরিক জটিলতা তো ছিলই, উপরন্তু করোনা রিপোর্টও পজিটিভ আসে তাঁর। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে। সোশ‍্যাল মিডিয়ায় নিজেই সেই খবর জানিয়েছিলেন তিনি।

hqdefault 1 3
এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অনামিকা সাহা। সম্প্রতি জানা গিয়েছে, শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে তাঁর। আচমকাই শরীরে কমে গিয়েছে অক্সিজেনের মাত্রা। আপাতত অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি।

সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে অংশগ্রহণ করে অভিনেত্রী জানিয়েছিলেন, করোনার টিকা তিনি নেবেন না। কারণ তিনি ভয় পান। সিরিয়ালে অভিনয়েথ পাশাপাশি রাজ‍্যের শাসক দলের হয়ে প্রচারে অংশগ্রহণ করতেও দেখা গিয়েছিল তাঁকে। মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ও মদন মিত্রের সমর্থনে প্রচারে অংশ নেন অনামিকা সাহা। এই মুহূর্তে হয়তো তোমারি জন‍্য সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। ওই সিরিয়ালের আরেক অভিনেত্রী চৈতি ঘোষালও করোনা আক্রান্ত।

প্রসঙ্গত, একটা সময় বাংলা ছবিতে খলনায়িকার চরিত্র মানে তা অনামিকা সাহাকে ছাড়া অসম্পূর্ণ ছিল। ১৯৭৩ সালে আশার আলো ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন তিনি। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের সঙ্গেও অভিনয় করেছেন অনামিকা সাহা।

বাঘ বন্দি খেলা, দুই পুরুষ ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমারের সঙ্গে। একটি গানের দৃশ‍্যে সৌমিত্রর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। বিষে বিষে বিষক্ষয়, প্রতিশোধ অনামিকা সাহার অন‍্যতম জনপ্রিয় ছবি। এখনো পর্যন্ত ৪০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অনামিকা সাহা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর