বাস্তবের কাহিনী এবার সিনেমার পর্দায়! বিশেষ চরিত্রে থাকছেন ‘বিন্দু মাসি’ অনামিকা সাহা

বাংলা হান্ট ডেস্ক : অনামিকা সাহার (Anamika Saha) সিনেমায় এবার বাস্তবের ছায়া! আরজিকরের (RG Kar Case) তরুণী চিকিৎসকের নির্মম হত্যা-ধর্ষণকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য। নিজের কর্মস্থলেই তরুণীর এমন  পরিণতি কার্যত রাতের ঘুম কেড়ে নিয়েছে রাজ্যবাসীর। তিলোত্তমার এই পরিণতিতে এই মুহূর্তে  প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। নির্যাতিতার হত্যাকারীদের চরম শাস্তির  দাবিতে দফায় দফায় চলছে আন্দোলন তথা বিক্ষোভ কর্মসূচি।

মেয়েদের নিরাপত্তার কাহিনী নিয়ে আসছে অনামিকা সাহার (Anamika Saha) নতুন সিনেমা

সঠিক বিচার না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদ থামবে না বলে হুংকার ছেড়েছেন আন্দোলনকারীরা। প্রায় প্রত্যেকদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ মিছিল নিয়ে পথে নামছেন শয়ে শয়ে মানুষ। আর এবার মেয়েদের নিরাপত্তা, তথা স্বাধীনতার লড়াইয়ের কাহিনী উঠে আসছে সিনেমার পর্দায়। বাস্তবধর্মী সেই সিনেমার নাম দেওয়া হয়েছে ‘রিয়েল ডেভিল’ (Real Devil)।

   

এই সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন বাংলা সিনেমার (Bengali Cinema) ‘বিন্দু মাসী’ অর্থাৎ বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা (Anamika Saha) । এখনও পর্যন্ত তাঁর  চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আসন্ন ছবি সম্পর্কে অভিনেত্রী (Anamika Saha) বলেছেন, ‘এত ভালবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ, আর তাই আবারও সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্রে অভিনয় করতে চলেছি এক বাংলা ছবিতে। ছবির নাম ‘রিয়েল ডেভিল’।’

একইসাথে অভিনেত্রী জানিয়েছেন,  আজকের দিনেও আমাদের সমাজে  চারিদিকে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা শোনা যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে  নারী সুরক্ষার ক্ষেত্রে প্রশ্ন থেকেই যায়। এদিন অভিনেত্রী জানিয়েছেন, ‘আজও কি সত্যিই মেয়েরা স্বাধীন হয়েছে? সেই প্রশ্ন তুলেই পরিচালক রাহুল শেখ সকলের সামনে এই ছবি আনতে চলেছেন।’

আরও পড়ুন :  নায়ক নাকি ভিলেন! অনির্বাণকে সরিয়ে শৌর্য্যকেও রাইয়ের নায়ক করার দাবি দর্শকদের

এছাড়া আসন্ন সিনেমায়  নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘এই সময়ে দাঁড়িয়ে এই গল্পে আমার চরিত্র নিয়ে আমি খুব আশাবাদী। আশা করছি এই ছবি সমাজে কিছু পরিবর্তন আনতে পারবে এই ছবি।’ জানা যাচ্ছে এই সিনেমার মধ্যে দিয়ে পরিচালক রাহুল শেখ একজন অসহায় বাবার গল্প তুলে ধরবেন।

Anamika

সিনেমার প্লট অনুযায়ী তাঁর মেয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদকে কেন্দ্র করেই উঠে আসবে সমাজে মেয়েদের নিরাপত্তা থেকে শুরু করে   ধর্ষণ সহ বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলী। জানা যাচ্ছে এই সিনেমায় প্রথমবার খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা প্রদীপ ধর এছাড়াও কৌতুকাভিনেতার চরিত্রে অভিনয় করছেন দেবাশীষ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর আর এস ফিল্ম ওয়ার্কস-এর ব্যানারে তৈরী এই ছবির শুটিং হয়েছে বহরমপুর, ও মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর