বাংলাহান্ট ডেস্কঃ হৃত্বিক রোশন (Hrithik Roshan) অভিনীত সুপার থার্টি (super 30) সিনেমার দৌলতে বিখ্যাত গনিতজ্ঞ আনন্দ কুমারের (anand kumar) জীবন সম্পর্কে আমরা সবাই জানি। এবার লকডাউনে অভাবী ছাত্রদের জয়েন্ট ও আই.আই.টির জন্য মাত্র ১ টাকার বিনিময়ে অনলাইনে কোচিং করাবেন সিদ্ধান্ত নিয়েছেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা যে কোনো শিক্ষার্থীর জীবনে একটি বড় পরীক্ষা। উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া এই পরীক্ষা পাশ করা সকলের পক্ষে সম্ভব নয়। আনন্দ কুমারের কথায়, “আমরা যারা ব্যয়বহুল কোচিং সেন্টারে যেতে পারে না সেই সকল গ্রামীণ অঞ্চলে বসবাসকারী পড়ুয়াদের জন্য সিএসসির সহায়তায় অনলাইনে স্টাডি ম্যাটেরিয়াল প্রস্তুত করব। বেশকিছু মডিউল থাকবে যা অল্প বয়সেই অঙ্ক ও বিজ্ঞানের বিষয়ে আগ্রহ বাড়াবে। ”
আনন্দ কুমার (জন্ম 1 জানুয়ারী 1973) একজন ভারতীয় গণিতের শিক্ষক যিনি তাঁর সুপার 30 প্রোগ্রামের জন্য পরিচিত। তিনি ২০০২ সালে বিহারের পাটনাতে শুরু করেছিলেন এই প্রোগ্রাম। 2018 সালে, 481 জন শিক্ষার্থীর মধ্যে 422 জন আইআইটি-তে সুযোগ পেয়েছিল।
ইতিমধ্যেই ডিসকভারিতে তাকে নিয়ে একটি ডকুমেন্টারি করেছে। কুমার এমআইটি এবং হার্ভার্ডে ভারতের সুবিধাবঞ্চিত অংশের শিক্ষার্থীদের জন্য তাঁর কাজ সম্পর্কে কথা বলেছেন। ২০১৯ সালে তার জীবনকে কেন্দ্র করেই হৃত্বিক রোশন অভিনীত সুপার থার্টি সিনেমাটি তৈরি হয়।