আমরা কি এমন করতে পারি, নয়নাভিরাম “ট্রি টানেল”-র ভিডিও শেয়ার করে গড়করিকে প্রশ্ন আনন্দ মাহিন্দ্রার

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশের অন্যতম বিজনেস টাইকুন হলেন আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। হাজারও কর্মব্যস্ততার মাঝেও সোশ্যাল মিডিয়াতে (Social Media) অত্যন্ত সক্রিয় থাকেন এই ধনকুবের। এছাড়াও, তিনি সমাজের প্রান্তিক শ্রেণির মানুষদেরকেও তাঁর পোস্টের মাধ্যমে নিয়ে আসেন লাইমলাইটে। সর্বোপরি, তাঁদের উদ্দেশ্যে সাহায্যের হাতও বাড়িয়ে দেন মাহিন্দ্রা। আর সেই কারণেই নেটমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

শুধু তাই নয়, তিনি নতুন কিছু পোস্ট বা শেয়ার করলেই তা দ্রুতগতিতে ভাইরাল হয়ে যায়। সেই রেশ বজায় রেখেই সম্প্রতি তিনি একটি একটি ভিডিও রিটুইট করেছেন। যা ইতিমধ্যেই উঠে এসেছে খবরের শিরোনামে। পাশাপাশি, ওই ভিডিওটি রিটুইট করার পর তিনি কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করিকে (Nitin Gadkari) একটি অনুরোধও করেছেন।

মূলত, গত ২৭ আগস্ট, আনন্দ মাহিন্দ্রা ওই ভিডিও রিটুইট করেছিলেন। যেখানে দেখা গিয়েছিল যে, রাস্তার দুই পাশে লাগানো রয়েছে গাছ। পাশাপাশি, সেই গাছগুলি অত্যন্ত ঘন হওয়ার কারণে সেগুলির ছায়ায় রীতিমতো একটি টানেলের মত দেখতে লাগে পুরো বিষয়টি। এমতাবস্থায়, সেই রিটুইটে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করিকে ট্যাগ করেন আনন্দ এবং  বর্তমানে দেশজুড়ে নির্মিত নতুন গ্রামীণ রাস্তার পাশে এভাবে গাছ লাগানোর অনুরোধও করেন।

“আমিও টানেল পছন্দ করি”: ওই ভিডিওটি রিটুইট করে আনন্দ মাহিন্দ্রা ক্যাপশনে লেখেন, “আমি টানেল পছন্দ করি। তবে আমি এই ধরণের ‘টানেল’ পেরিয়ে যেতে বেশি পছন্দ করব। নীতিন গড়করি জি, আপনি যে নতুন গ্রামীণ রাস্তা তৈরি করছেন তাতে কি আমরা এই টানেলগুলির মত কিছু স্থাপন করার পরিকল্পনা করতে পারি?”

ভিডিওটি তুমুলগতিতে ভাইরাল হয়েছে: এই ভিডিওটি রিটুইট করার মাত্র কয়েকঘন্টার মধ্যেই তা তুমুলগতিতে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই “ট্রি টানেল”-এর এই ভিডিও ২২ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। পাশাপাশি, বাড়ছে লাইকের সংখ্যাও। সর্বোপরি, ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X