দেশজুড়ে বাড়ছে করোনা আতঙ্ক। ইতিমধ্যে দেশের 80 টি জেলা হয়েছে লকডাউন।বাংলায় করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা বেড়ে ৯। এই পরিস্থিতিতে দেশের পাশে দাঁড়ালেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।
দেশের প্রথম শিল্পপতি হিসাবে রবিবার আনন্দ মহিন্দ্রা নিজের টুইটার হ্যান্ডেল থেকে জানান, —To help in the response to this unprecedented threat, we at the Mahindra Group will immediately begin work on how our manufacturing facilities can make ventilators.
—At Mahindra Holidays, we stand ready to offer our resorts as temporary care facilities. (3/5) (Mahindra & Mahindra-র ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি অবিলম্বে ভেন্টিলেটর বানানো শুরু করবে। পাশাপাশি তিনি জানান, করোনা ভাইরাস মোকাবিলায় তাঁর বিলাসবহুল হলিডে রিসর্টগুলিকে পরিবর্তিত করে দেবেন সাময়িক কোয়ারানটিন ফেসিলিটিতে।)
—Our Projects team stands ready to assist the Govt/Army in erecting temporary care facilities. —The Mahindra Foundation will create a fund to assist the hardest hit in our value chain (small businesses & the self employed) (4/5)
— anand mahindra (@anandmahindra) March 22, 2020
দেশের এই চরম সংকটের সময় তিনি আরো জানান তাঁর বেতনের একশ শতাংশ দান করবেন সংস্থার তৈরি করোনাভাইরাস মোকাবিলা তহবিলে।(We will encourage associates to voluntarily contribute to the Fund. I will contribute 100% of my salary to it & will add more over the next few months. I urge all our various businesses to also set aside contributions for those who are the hardest hit in their ecosystems (5/5))
একই সাথে নিজের টুইটার হ্যান্ডেল থেকে জানান, আমাদের প্রকল্পের দল অস্থায়ী যত্নের সুবিধা তৈরিতে সরকার / সেনাবাহিনীকে সহায়তা করার জন্য প্রস্তুত।
দেশের জন্য প্রথম শিল্পপতি হিসাবে তার এই উদ্যোগ কে বাহবা জানিয়েছেন দেশবাসীরা। প্রথম শিল্পপতি হিসাবে নিজের বেতনের পুরোটা দান করতে চলেছেন।