কোহলির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘটনা নিয়ে অভিনব বয়ান দিলেন আনন্দ মাহিন্দ্রা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা গতকালই করে দিয়েছেন বিরাট কোহলি। তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারের পর কোহলি এই সিদ্ধান্ত নিয়েছেন। টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার পর বিরাট কোহলিকে নিয়ে বড় কথা বললেন আনন্দ মাহিন্দ্রা।

শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা টুইটারে এই বিষয়ে লিখেছেন, ‘বিরাট কোহলি একাধিকবার অনেক বিতর্কে জড়িয়ে থাকতে পারেন। তার এই সিদ্ধান্তে বিভিন্ন প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু আমার কাছে বিরাট আবেগে ভরপুর, সিদ্ধান্তে অটল, অবিশ্বাস্যভাবে প্রতিযোগিতাপূর্ন মানসিকতা সম্পন্ন এবং জেতার ইচ্ছার এক প্রতীক। তিনি সবসময় তার দলের ক্রিকেটারদের মধ্যেও এটি দেখতে চেয়েছিলেন। তিনি এরকমই থাকুক।

অধিনায়কত্ব ছাড়ার পর বিরাট কোহলি লিখেছেন, ‘টিমকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমার অস্ত্র ছিল ৭ বছরের কঠোর পরিশ্রম এবং জেদ। আমি আমার কাজটি অত্যন্ত আন্তরিকতার সাথে করেছি এবং কোন ফাঁক রাখিনি। সব কিছুরই একটা শেষ থাকে এবং আমার জন্য এটা টেস্ট অধিনায়কত্বের শেষ। এই যাত্রা চড়াই-উতরাই পূর্ণ ছিল, কিন্তু কখনো পরিশ্রম বা বিশ্বাসের অভাব হয়নি। আমি সব সময়ই আমার ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যদি আমি তা করতে না পারি, তাহলে আমি জানি আর অধিনায়কত্ব করা আমার জন্য সঠিক কাজ নয়।’

ananda mahindra 2

বিরাট কোহলি ৬৮ টি টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন। এরমধ্যে ৪০টি ম্যাচে ভারতীয় দল জয় পেয়েছে। কোহলি এখন পর্যন্ত ভারতীয় দলের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর কোহলি বিসিসিআই, রবি শাস্ত্রী এবং মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর