কে এই রাধিকা, যিনি পুত্রবধূ হতে চলেছেন মুকেশ আম্বানির! তাঁর সম্পত্তির পরিমাণ অবাক করার মতন

বাংলাহান্ট ডেস্ক : বিয়ের (Marriage) সানাই বাজতে চলেছে আম্বানির ঘরে। শেষ পর্যন্ত সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে। জানা গিয়েছে, আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত (Anant Ambani) বিয়ে করতে চলেছেন রাধিকা মার্চেন্টকে (Radhika Merchant)। নতুন বছরের শুরুতেই গাঁটছড়া বেঁধে নতুন যাত্রা শুরু করার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ব্যবসায়িক মহল থেকে শুরু করে বলিউডেও। একই সঙ্গে কে এই রাধিকা মার্চেন্ট সেই নিয়েও নেটিজেনদের উৎসাহ উদ্দীপনার অন্ত নেই।

সূত্রের খবর, রাধিকা এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে। পাশাপাশি তার আরোও একটি পরিচয় আছে। তিনি শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমেও বিশেষ পারদর্শী (Dancer)। একই সঙ্গে মুকেশ আম্বানিও ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছেন যে, ছোট ছেলে অনন্তের উপর তিনি নিউ এনার্জি ব্যবসার দায়িত্ব দিতে চান। রাধিকা নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং অনন্ত যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।

আরোও জানা গিয়েছে, এনকোর হেলথ কেয়ারের প্রধানের কন্যা বই পড়তে, সাঁতার কাটতে এবং নৃত্য পরিবেশন করতে পছন্দ করেন। পাশাপাশি তিনি একজন স্টাইলিশও। অনন্তর ছোটবেলার বন্ধু রাধিকা বর্তমানে পারিবারিক ব্যবসা সামলাচ্ছেন। ২০১৮ সালে, একটি ছবি ভাইরাল হয় এবং যার ফলে দুজনেই খবরের শিরোনামে আসেন। তাঁর মায়ের নাম শায়লা বণিক। রাধিকা তার বাবা-মায়ের একমাত্র সন্তান। সূত্রের খবর অনুযায়ী, রাধিকার মোট সম্পত্তি প্রায় ৮-১০ কোটি টাকা।

Radhika anant

প্রসঙ্গত উল্লেখ্য, রাধিকা ১৮ই ডিসেম্বর ১৯৯৪ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাইয়ের ক্যাথেড্রাল এবং জন কনন স্কুল এবং ইকোল মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুল থেকে তাঁর পড়াশোনা শেষ করেন। রাধিকার বর্তমান বয়স ২৮ বছর এবং তিনি গুরু ভাবনা ঠাকরের কাছ থেকে ভরতনাট্যম শিখেছেন। আম্বানি এবং রাধিকার পরিবার এই বছর জিও ওয়ার্ল্ড সেন্টারের অরেঙ্গেট্রাম অনুষ্ঠানের আয়োজন করেছিল। এতে বলিউড অভিনেতা সালমান খান, রণবীর সিং, আমির খান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সহ বহু রাজনৈতিক ও বলিউডের মানুষ উপস্থিত ছিলেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর