লরিতে বোঝাই ২৫০ মুরগি! রাস্তায় দেখেই গাড়ি থামালেন অনন্ত, তারপরেই আম্বানি পুত্র যা করলেন….

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের পরিচালক অনন্ত আম্বানির (Anant Ambani) ৩০ তম জন্মদিন পালন হবে দ্বারকায়। জন্মদিনের দিন শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিতে ইতিমধ্যেই জামনগর থেকে পায়ে হেঁটে দ্বারকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন আম্বানি পুত্র। প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার রাস্তা পদব্রজে ভ্রমণ করে অনন্ত একটু একটু করে পৌঁছে যাচ্ছেন দ্বারকাধীশ অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে।

ফের মানবিক অনন্ত আম্বানি (Anant Ambani)

তবে চলার পথেই এবার অনন্য এক মানবিক নজির স্থাপন করলেন অনন্ত। মাঝপথে থামিয়ে দিলেন ২৫০ টি মুরগি বোঝাই একটি লড়ি। আর তারপর? এদিন দ্বারকার উদ্দেশ্যে পায়ে হেঁটে পাড়ি দেওয়ার সময়ে অনন্ত আম্বানির (Anant Ambani) নজরে আসে একটি মুরগি বোঝাই লড়ি। জানা যাচ্ছে, লড়িটিতে করে প্রায় ২৫০টি মুরগিকে নিয়ে যাওয়া হচ্ছিল কসাইখানার উদ্দেশ্যে।

Anant Ambani chicken viral video

লরি থামিয়ে ২৫০টি মুরগি (Chicken) প্রায় দ্বিগুণ দাম দিয়ে কিনে নেন অনন্ত। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে অনন্তর এই ভিডিও (Viral Video) (এই ভিডিওর সত্যতা বাংলা হান্ট যাচাই করেনি)। দ্বারকা যাওয়ার পথে মুরগি বোঝাই লরি  দেখে তৎক্ষণাৎ সেটিকে থামান অনন্ত। কথাও বলেন লড়ি চালকের সাথে। জানতে পারেন লড়ি করে ওই ২৫০টি মুরগিকে নিয়ে যাওয়া হচ্ছে কসাইখানায়।

আরও পড়ুন : সুদূর ক্যালিফোর্নিয়ায় সুদৃশ্য হিন্দু মন্দির! ভিড় জমান তারকারাও, এই মন্দিরে এলেই মেলে শান্তি

এরপর লরি চালককে প্রায় দ্বিগুণ দাম দিয়ে ২৫০টি মুরগি কিনে নেন আম্বানি পুত্র। অনন্ত জানান, ২৫০টি মুরগিকে পালন করবেন তিনি। মুরগি হাতে নিয়ে ‘জয় দ্বারকাধীশ’ ধ্বনি দিতে দিতে ফের যাত্রা শুরু করেন অনন্ত। বন্যপ্রাণ নিয়ে অনন্ত আম্বানির একাধিক উদ্যোগ পূর্বেও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের ‘ভানতারা’ প্রকল্পের আওতায় বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে নিয়েছেন একাধিক উল্লেখযোগ্য ভূমিকা।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে ‘প্রাণী মিত্র রাষ্ট্রীয় পুরস্কারে’ও সম্মানিত করা হয় অনন্ত আম্বানিকে। ২০০০-টিরও বেশি প্রজাতির প্রায় দেড় লক্ষ প্রাণীকে উদ্ধার করে সংরক্ষণ করা হয়েছে ভানতারায়। এবার মাঝ রাস্তায় ২৫০টি মুরগিকে কসাইখানায় যাওয়ার আগেই উদ্ধার করে মানবিকতার নয়া নজির স্থাপন করলেন আম্বানি (Mukesh Ambani) পুত্র।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X