নজির গড়লেন অনন্ত! লালবাগচা রাজার উদ্দেশ্যে দান করলেন ২০ কেজি সোনার মুকুট, চমকে দেবে দাম

বাংলা হান্ট ডেস্ক: আগামী ৭ সেপ্টেম্বর অর্থাৎ, শনিবার সমগ্র দেশ জুড়ে মহাসমারোহে পালিত হবে গণেশ চতুর্থী। এই দিনটিতে ভগবান গণেশের আরাধনা করা হয়। এদিকে, এই উৎসব মহারাষ্ট্রে সবথেকে বড় উৎসব হিসেবে বিবেচিত হয়। সেখানে প্রায় ১০ দিন ধরে চলে গণেশ উৎসব। তবে, এবার গণেশ চতুর্থীর প্রাক্কালে মুম্বইয়ের বহু প্রতীক্ষিত লালবাগচা রাজার (Lalbaugcha Raja) প্রথম ঝলক সামনে এসেছে।

লালবাগচা রাজার উদ্দেশ্যে ২০ কেজি সোনার মুকুট দান করলেন অনন্ত আম্বানি:

জানিয়ে রাখি যে, লালবাগচা রাজা (Lalbaugcha Raja) বা “লালবাগের রাজা” মুম্বইয়ের অন্যতম বিখ্যাত গণেশ পুজো হিসেবে বিবেচিত হয়। সাধারণ মানুষ তো বটেই তার পাশাপাশি ধনকুবের থেকে শুরু করে তারকারাও প্রত্যেক বছর লালবাগের লম্বা লাইনে দাঁড়িয়ে গণেশের মূর্তি দর্শন করেন। এদিকে, চলতি বছরে লালবাগচা রাজাকে দেখা গেল ঝলমলে গয়নার বাহারের সাথে মেরুন পোশাকে। আর ভগবান গণেশের এই রূপ দেখেই মন্ত্রমুগ্ধ হয়েছেন ভক্তরা।

জানিয়ে রাখি যে, এবারের লালবাগচা রাজার (Lalbaugcha Raja) মূর্তির অন্যতম আকর্ষণ তাঁর ২০ কেজি সোনার মুকুট। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, প্রায় ১৫ কোটি টাকা মূল্যের এই মুকুট দান করেছেন ধনকুবের মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি ও রিলায়েন্স ফাউন্ডেশন। উল্লেখ্য যে, বিগত ১৫ বছর ধরে লালবাগচা রাজা কমিটির সঙ্গে প্রত্যক্ষভাবে একাধিক কার্যকলাপের মাধ্যমে যুক্ত রয়েছেন অনন্ত। এমতাবস্থায়, গণেশ উৎসবের সময়ে লালবাগচা রাজার বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত থাকেন তিনি।

আরও পড়ুন: খুনের দায়ে অভিযুক্ত! জেলে যাওয়ার ভয়ে বাংলাদেশে ফিরলেন না শাকিব? নিচ্ছেন ভারতে আসার প্রস্তুতি

এর পাশাপাশি প্রতিবছর গিরগাঁও চৌপট্টি বিচে মূর্তি বিসর্জনের অনুষ্ঠানেও যোগ দেন তিনি। এছাড়াও রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে আম্বানি পরিবার লালবাগচা রাজা (Lalbaugcha Raja) কমিটি আয়োজিত একাধিক স্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগেও সাহায্য প্রদান করে থাকে। করোনার মতো ভয়াবহ মহামারীর সময়ে লালবাগচা রাজা কমিটি অর্থাভাবের কারণে সামাজিক কাজ পরিচালনা করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছিল।

আরও পড়ুন: খেলেছেন মাত্র ৩ টি ম্যাচ! BCCI-তে জয় শাহের স্থলাভিষিক্ত হবেন এই প্রাক্তন ক্রিকেটার? শুরু জল্পনা

সেই সময়েও অনন্ত আম্বানি বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। জানা গিয়েছে অনন্ত আম্বানি ও রিলায়েন্স ফাউন্ডেশন লালবাগচা রাজা (Lalbaugcha Raja) কমিটির রোগী কল্যাণ ফান্ডে ২৪ টি ডায়ালিসিসের মেশিন দান করেন। এর পাশাপাশি এই কমিটির “এগজিকিউটিভ অ্যাডভাইসর” পদেও রয়েছেন অনন্ত আম্বানি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর