বাংলা হান্ট ডেস্ক: বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন ভারতীয় ধরনের মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বহু প্রতীক্ষিত বিয়ে। আগামী ১২ জুলাই তাঁদের রাজকীয় বিয়ে হওয়ার কথা রয়েছে। তবে নিজেরা বিয়ের পিঁড়িতে বসার আগেই এই হবু দম্পতি মুম্বাইয়ের থানেতে আয়োজন করলেন এক বিরাট গণবিবাহের (Mass Wedding)।
আজ অর্থাৎ মঙ্গলবার ২ জুলাই মহারাষ্ট্রের মুম্বাই সংলগ্ন থানেতে একটি গণবিবাহের আয়োজন করা হয়েছে। প্রথমে এই গণবিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিল পালঘরের স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরে। কিন্তু পরবর্তীতে এই ভেন্যু পরিবর্তন করে নিয়ে আসা হয় মুম্বাইয়ের থানেতে। আম্বানি পরিবারের তরফ থেকে মুম্বাইয়ে থানেতে রিলায়েন্স কর্পোরেট পার্কে পরিবর্তন করা হয়েছে এই গণবিবাহের ভেন্যু।
এই অনুষ্ঠানে সমস্ত গরিব দম্পতিদের গণবিবাহের আয়োজন করা হয়েছে। এর আগে সোমবারও এই অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছিল। অন্যদিকে অনন্ত-রাধিকার বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আম্বানি পরিবারে। তার আগেই ২৯ জুন আম্বানিদের বাড়ি অ্যান্টিলিয়াতে পারিবারিক পূজা অনুষ্ঠানের মাধ্যমে রাধিকা অনন্তের শুভ বিবাহের উদযাপন শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ভাইফোঁটা দেওয়া ছেলেটার সাথেও ডেট! সিক্রেট ফাঁস ‘গোয়েন্দা গিন্নি’ ইন্দ্রাণী হালদারের
অনন্ত-রাধিকার বিয়ের সময়সূচি
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অনন্ত-রাধিকার বিয়ের কার্ড। সেখানেই তাঁদের বিয়ের অনুষ্ঠানের সমস্ত সূচি জানানো হয়েছে। জানা যাচ্ছে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান তিন দিন ধরে চলবে। তাঁদের বহু প্রতীক্ষিত রাজকীয় বিয়ে শুরু হবে ১২ জুলাই। মুম্বইয়ে মুকেশ আম্বানির ওয়ার্ল্ড জিও সেন্টারে। আর তারপরের দিন ১৩ জুলাই হবে তাঁদের শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এর পরে ১৪ জুলাই এই বিয়ের একটি জমকালো রিসেপশনের আয়োজন করা হবে। তারকাখচিত সেই অনুষ্ঠানেই হাজির হবেন দেশ ও বিদেশের নামিদামি তারকারা।
প্রসঙ্গত ধুমধাম করে বিয়ে সারার আগে অনন্ত-রাধিকার ইতিপূর্বে দু’দুটি জমকালো প্রি-ওয়েডিংয়-ও সম্পন্ন হয়েছে। যার মধ্যে দ্বিতীয় অনুষ্ঠান হয় জুন মাসে ইতালি থেকে ফ্রান্সের একটি বিলাসবহুল ক্রুজ পার্টিতে। আর মার্চের শুরুতে জামনগরে বসেছিল একটি তারকাখচিত প্রি-ওয়েডিং অনুষ্ঠান। সেখানে ভারত তো বটেই বিদেশ থেকেও হাজির ছিলেন বহু নামি অতিথি।