বিয়েতে অনন্ত আম্বানি পড়েছিলেন এমন ঘড়ি সেখানে দেখা যাবে বিশ্বব্রহ্মান্ড, দাম শুনলে চমকে যাবেন

সম্প্রতি সাত পাঁকে বাঁধা পড়েছেন আম্বানি পুত্র অনন্ত আম্বানি(Anant Ambani) এবং রাধিকা মার্চেন্ট। মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি নিজের ছোট ছেলের বিয়েতে যে বিন্দুমাত্র কোন কার্পণ্য করেননি, তা বেশ কিছু মাস ধরে হয়ে চলা বিয়ের অনুষ্ঠান দেখলেই বোঝা গিয়েছে।

প্রথমে জামনগরে এবং তারপর ইউরোপে প্রি ওয়েডিং সম্পন্ন করে, গত ১২ ই জুলাই বিবাহ বন্ধনে আবব্ধ হয়েছেন অনন্ত এবং রাধিকা। তাঁদের বিয়ে নিয়ে এই উৎসাহ ছড়িয়ে পড়েছিল দেশ ছাড়িয়ে বিদেশের মটিতেও। দেশ বিদেশের বহু তারকা, সেলিব্রিটি এমনকি রাজনৈতিক দুনিয়ার গণ্যমান্য ব্যক্তিত্ব থেকে শুরু করে দেশের প্রথম সারির ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে।

Anant Ambani

বিয়ে থেকে রিসেপশন, জমকালো এই অনুষ্ঠানে সকলের সাজ পোশাক ছিল চোখে পড়ার মতন। তবে সবকিছুর মধ্যে নজর কেড়েছে নতুন বর অর্থাৎ আম্বানি পুত্র অনন্ত আম্বানির হাতের একটি বিলাসবহুল ঘড়ি। যা দেখে চোখ ধাধিয়ে গিয়েছে সেখানে উপস্থিত সকলেই।

অনন্ত আম্বানির(Anant Ambani)কাছে প্যাটেক ফিলিপ থেকে শুরু করে রিচার্ড মিলের কালকেশনের ঘড়ি, কি নেই তাঁর কাছে। তবে বিয়ের দিন তাঁর হারে জ্বলজ্বল করতে দেখা যায় রিচার্ড মিলের কালকেশনের ঘড়ি। আর এই ঘড়ি দেখেই সেখানে উপস্থিত সকলের চক্ষু চড়কগাছ হয়ে যায়।

চর্চায় উঠে আসা আম্বানি পুত্রের এই ঘড়িতে রয়েছে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর আকৃতির একটা প্রতিচ্ছবি। এই ছোট্ট ঘড়িতে গোটা বিশ্বব্রহ্মান্ড তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে তারা, নক্ষত্রের চিত্রও। রয়েছে দামী কাঁচের ডায়ালও। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, এখনও অবধি আরএম ৫২-০৫ মডেলের মাত্র ৩০ টি ঘড়ি প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে একটি রয়েছে আম্বানি পুত্র অনন্ত আম্বানির হাতে। আর এই ঘড়ির দাম প্রায় ১২ কোটি ৫৩ লক্ষ টাকা।

Subhajit
Subhajit

আমি শুভজিৎ মাজি, কালিপুর মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট। বিগত ৪ বছর ধরে ডিজিটাল সংবাদমাধ্যমে কর্মরত। মূলত রাজনীতি ও আন্তর্জাতিক খবর প্রকাশনার মাধ্যমে পবিত্র গণতান্ত্রিক অধিকার-সংরক্ষনের পবিত্র নৈতিক দায়িত্ব পালন করি।

সম্পর্কিত খবর