নিশীথের প্রস্তাবে সায়! BJP-র রাজ্যসভার প্রার্থী হচ্ছেন অনন্ত মহারাজ, মোক্ষম চাল গেরুয়া শিবিরের

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে বিজেপির (Bharatiya Janata Party) রাজ্যসভার প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হল অনন্ত মহারাজকে (Ananta Maharaj)। গ্রেটার কোচবিহার (Greater Cooch Behar) পিপলস অ্যাসোসিয়েশন-এর প্রধান দীর্ঘদিন ধরেই গ্রেটার কোচবিহারের দাবিতে সরব। কোচবিহারকে পৃথক রাজ্য হিসাবে মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তিনি।

পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক অনন্ত মহারাজের বাড়িতে যান। অনন্তের চকচকার বাড়িতে যাওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা নিশীথের কথা হয়েছে বলে জানা গিয়েছে।

   

শাহের সঙ্গে আলোচনার পরই অনন্তের সঙ্গে আলোচনায় বসেন নিশীথ। এই সাক্ষাতের পর নিশীথ জানিয়েছেন, অনন্তকে রাজ্যসভার প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব গ্রহণ করেছেন বলে জানালেন অনন্ত মহারাজ।

anata maharaj 2

আগামী ২৪ জুলাই বাংলার সাত রাজ্যসভা আসনে হবে নির্বাচন। এর জন্য ইতিমধ্যেই ৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। এই ৬ জনের মধ্যে ডেকের ওব্রায়েন, সুখেন্দুশেখর রায় এবং দোলা সেনকে ফের রাজ্যসভার সাংসদ করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। তবে বাকি তিন জন একেবারে নতুন মুখ। এরা হলেন সাকেত গোখলে, সামিরুল ইসলাম ও প্রকাশ চিক বরাইক।

এদিকে ধাপে ধাপে বের হচ্ছে পঞ্চায়েত ভোটের ফলাফল। একেবারে হাই ভোল্টেজ ভোটের ফলাফল। গোটা দেশের নজর ছিল এই ফলাফলের দিকে। গত পঞ্চায়েত ভোট থেকেই উত্তরবঙ্গ বিজেপি ধাপে ধাপে তাদের সংগঠন গোছাতে শুরু করে। তবে এবার গেরুয়া শিবির কতটা ভালো ফল করতে পারল সেদিকে নজর রয়েছে গোটা বাংলার। অন্যদিকে দ্বন্দ্ব মিটিয়ে তৃণমূল কতটা ভালো ফল করতে পারল সেটাও দেখার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর