বাংলা হান্ট ডেস্কঃ নিশীথ প্রামানিক (Nishith Pramanik ) শুধু বিজেপির (BJP) উত্তর বঙ্গের অন্যতম প্রধান মুখ নন, তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই উত্তরবঙ্গের সংগঠন যে আরও বেশী মজবুত হয়েছে এই বিষয়টি নিয়ে কোন সন্দেহ নেই। আর তাকে সম্মান জানাতেই কেন্দ্রীয় মন্ত্রীসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তাকে আসন দান করেছে ভারতীয় জনতা পার্টি। মোদী সরকারের (Modi government) দ্বিতীয় ক্যাবিনেটে মন্ত্রিসভায় একাধিক রদবদল ঘটেছে। যার জেরে বাংলা থেকেও সুযোগ পেয়েছেন চার জন প্রতিমন্ত্রী। উত্তরবঙ্গের জন বার্লার (John Barla) সঙ্গে নিশীথ এই তালিকার অন্যতম একটি প্রধান মুখ।
তিনি মন্ত্রী পদে উন্নীত হওয়ার পর থেকেই অবশ্য তার বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। এমনকি তিনি বাংলাদেশি বলে অভিযোগ তুলেছে তৃণমূল নেতাদের একাংশ। তাদের দাবি নিশীথ আসলে এ দেশের বাসিন্দা নয়। কম্পিউটার প্রশিক্ষণের জন্য এ দেশে এসেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তৃণমূলের এই অভিযোগের পর যথেষ্ট সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কিন্তু এবার নিশীথ প্রামানিক পাশে পেলেন গ্রেটার কোচবিহার দলের নেতা অনন্ত মহারাজকে (Ananta Maharaj )।
অনন্ত মহারাজ সোমবার বলেন, “স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিশীথ প্রামাণিক কোনও বাংলাদেশি বা বিদেশি নন। তিনি কোচবিহারের মাটির ছেলে। তিনি একজন রাজবংশি।” শুধু তাই নয়, এদিন নিশীথের এই অপমানকে রাজবংশীদের অপমান বলেও উল্লেখ করেন তিনি। অনন্তর মতে, নিশীথের জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নিয়ে যারা প্রশ্ন তুলছেন তারা আসলে শুধু নিশীথের অপমান করছেন না অপমান করছেন রাজবংশীদেরও। সাথে সাথেই তিনি যে সর্বদা এ বিষয়ে তার পাশে আছেন একথা জানাতে দ্বিধা করেননি অনন্ত।
কিছুদিন ধরেই অনন্ত মহারাজের সঙ্গে তৃণমূল নেতাদের ওঠাবসার জেরে জল্পনা তৈরি হয়েছিল। জল্পনাকেও আজ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে তিনি যে বিজেপির পাশেই আছেন তা জানিয়ে দিলেন গ্রেটার কোচবিহার দলের এই নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিশীথ প্রামাণিকের পাশে দাঁড়ানোয় বিজেপির হাত দিয়ে শক্ত হচ্ছে উত্তরবঙ্গে এ নিয়ে কোন সন্দেহ নেই।