দেশে একের পর এক যে কাণ্ড ঘটে চলছে তার মধ্যে বিজেপি এখন সবকিছুর নিশানায়। আর এরমধ্যে আরো একবার বিজেপি বিতর্কের নিশানায়। মহাত্মা গান্ধীকে নিয়ে এবার মন্তব্য করে বিপাকে পড়লেন বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে নিয়ে মন্তব্য করায় তিনি জোড় বিপাকের মধ্যে পড়েছেন। তিনি দেশের স্বাধীনতার মতন একটি গুরুত্বপুর্ন বিষয় নিয়ে এরকম খারাপ কথা বলে বসেন।
শনিবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গাঁধীর ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে বিতর্ক বাধিয়ে বসেন অনন্তকুমার। , এ দিন অনন্তকুমার বলেন, ”ব্রিটিশ শাসকের অনুমতি এবং সমর্থনে স্বাধীনতা সংগ্রামের নামে নাটক অনুষ্ঠিত হয়েছিল। এই তথাকথিত নেতাদের এক বারও মারধর করেনি পুলিশ। তাঁদের স্বাধীনতা সংগ্রাম ছিল আসলে একটি বড়সড় নাটক। এটা আসল স্বাধীনতা সংগ্রাম ছিল না।
এটা লোক দেখানো স্বাধীনতার লড়াই ছিল।” এখানেই ইতি নয় ”মানুষ কংগ্রেসকে সমর্থন করে এবং বলে, ভারত স্বাধীনতা পেয়েছে তার কারণ আমরণ অনশন এবং সত্যাগ্রহ। কিন্তু, তা ঠিক নয়। ব্রিটিশরা সত্যাগ্রহের ভয়ে এ দেশ ছেড়ে যায়নি। ব্রিটিশরা হতাশ হয়েই আমাদের স্বাধীনতা দিয়েছিল” এর পরেই দর্শকদের নিজের ‘উপলব্ধি’র কথা শোনান তিনি। বলেন, ”আমার রক্ত ফুটতে শুরু করে যখন আমি ইতিহাস পড়ি। এমন মানুষকে আমাদের দেশে মহাত্মা বলা হয়।”
এই বক্তব্যের মাধ্যমে তিনি গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনকে আবার নাটক বলে অপমান করেছেন।এদিকে কংগ্রেস নেতা প্রিয়ঙ্ক খড়্গের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন এরকম মানুষ কি করে বলতে পারে, এসব হয়তো তিনি নরেন্দ্র মোদীকে খুশি করা জন্য বলেছেন। কর্নাটকের কংগ্রেস মুখপাত্র ভিএস আগরাপ্পা বেজায় ক্ষুব্ধ হয়ে বলেন ওঁকে ‘মানসিক হাসপাতালে’ পাঠানো উচিত। এই নিয়ে রাজনওইতিক একাধিক মহলে চর্চা শুরু হয়েছে।