বাংলাহান্ট ডেস্ক : অভিনয় জগতে নাম করেছেন আগেই। খুব কম বয়সেই বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে নিজের পরিচয় তৈরি করে ফেলেছেন অনন্যা গুহ (Ananya Guha)। এবার ব্যক্তিগত জীবনটাও গুছিয়ে নেওয়ার পালা। সম্পর্কের কথা লুকিয়ে রাখেননি তিনি। জনপ্রিয় ইউটিউবার সুকান্ত কুণ্ডুর সঙ্গে প্রেমের শুরু থেকেই সবটা খুল্লমখুল্লাই রেখেছিলেন অভিনেত্রী। এবার সম্পর্কে আরো এক ধাপ এগোতে চলেছেন তাঁরা।
তিন বছরের সম্পর্ক অনন্যা (Ananya Guha) সুকান্তর
বিগত তিন বছর ধরে একসঙ্গে রয়েছেন অনন্যা (Ananya Guha) সুকান্ত। অভিনেত্রীর ১৮ তে পা দেওয়ার আগেই শুরু হয়েছিল এই সম্পর্ক। আর ২১ তে পা দেওয়ার আগেই বাগদানও সেরে ফেলছেন অনন্যা। গত বছর ডিসেম্বর মাসেই পাহাড়ে গিয়ে প্রেমিকাকে প্রোপোজ করেছিলেন সুকান্ত। আসন্ন বিয়ের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন এই জুটি। এবার প্রকাশ্যে এল কার্ড।
প্রকাশ্যে এল বিশেষ কার্ড: না, বিয়ে এখনি করছেন না সুকান্ত অনন্যা (Ananya Guha)। তবে এনগেজমেন্টটা সেরে রাখছেন তাঁরা। সম্প্রতি সেই কার্ডই সামনে আনলেন তাঁরা। আগামী ফেব্রুয়ারি মাসেই কোনো এক মঙ্গলবার আংটি বদল করবেন তাঁরা। তারিখ ফাঁস না করলেও নেটিজেনরা মনে করছেন, আগামী ১১ ই ফেব্রুয়ারি অনন্যার (Ananya Guha) জন্মদিনের দিনই এনগেজমেন্ট পার্টি রাখছেন তাঁরা।
আরো পড়ুন : ২ বছর পর ফের একফ্রেমে দুই ভাই, জি এর একই সিরিয়ালে ফিরলেন ‘গাঁটছড়া’র রাহুল-কুণাল!
দুই পরিবারই মেনে নিয়েছে সম্পর্ক: সুকান্তর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রথম এনগেজমেন্ট কার্ড রাখা হয়েছে ঠাকুরের সিংহাসনে। দুজনের পরিবারের তরফেই সম্পূর্ণ মত রয়েছে এই সম্পর্কে। মাঝেমধ্যেই একসঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েন অনন্যা সুকান্ত। এমনকি সুকান্তর ফ্ল্যাটে অনন্যার (Ananya Guha) যাওয়া, আবার অভিনেত্রীর বাড়িতেও যাতায়াত রয়েছে তাঁর।
আরো পড়ুন : একই সঙ্গে হিন্দি-বাংলা দুই সিরিয়াল, নতুন বছরে লক্ষ্মীলাভ ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রীর!
আসলে অনন্যার দিদি অলকানন্দার বন্ধু সুকান্ত। তাঁকেই মন দিয়েছেন অভিনেত্রী। পেশায় ইঞ্জিনিয়ার সুকান্ত, এছাড়াও কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। প্রায়ই একসঙ্গে ভিডিও বানাতে দেখা যায় দুজনকে। গত ডিসেম্বরে তাঁরা জানিয়েছিলেন, এখন এনগেজমেন্ট সেরে রাখছেন তাঁরা। তবে বিয়ের সব কেনাকাটা করে রাখলেও বিয়ে এখনি করবেন না।