বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক যেন পিছুই ছাড়ছে না অনন্যা গুহর (Ananya Guha)। মা বাবাকে ‘তুই’ সম্বোধন থেকে শুরু করে মাত্র ২১ বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত, বাগদানের ‘বোল্ড’ ফটোশুট আর এখন বিকিনি। নেটিজেনদের থেকে নাগাড়ে ছিছিক্কার শুনতে হচ্ছে অনন্যাকে (Ananya Guha)। এবার বিকিনি পরে ছবি তুলে নেটিজেনদের একাংশকে চটিয়েছেন অভিনেত্রী।
বিকিনিতে ছবি তুলে ট্রোলের মুখে অনন্যা (Ananya Guha)
টলিপাড়ার অতি পরিচিত মুখ অনন্যা (Ananya Guha)। বর্তমানে মিত্তির বাড়ি সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি। পর্দায় তাঁর চরিত্র সঞ্জনা যতটা ফ্যাশনেবল, বাস্তবেও অনন্যা (Ananya Guha) তেমনি। তবে তাঁর আধুনিক পোশাক পছন্দের জন্য মাঝে মধ্যেই নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়। এবার বিকিনিতে সুইমিং পুলে ছবি তুলে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।
বিকিনি পরে ট্রোলড অনন্যা: সম্প্রতি সুকান্ত এবং কয়েক জন বন্ধুবান্ধবদের সঙ্গে রায়চকে একটি রিসর্টে গিয়েছিলেন অনন্যা (Ananya Guha)। সেখানেই সুইমিং পুলে হয়েছে ফটোশুট। নীল এবং গোলাপি রঙের বিকিনিতে কার্যত ঝড় তুলে দিয়েছেন অভিনেত্রী। তাঁর ফিগার দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই। তবে কয়েকজন কটাক্ষ করতেও ছাড়েনি।
আরো পড়ুন : দুদিনও টিকল না নতুন স্লট, মাত্র ১০ মাসেই ঝাঁপ ফেলল এই মেগা! হয়ে গেল শেষ শুটিং
কী বললেন নেটিজেনরা: একজন মন্তব্য করেছেন, ‘যাকেই ভালো ভাবি সেই দেখি খারাপ হয়ে যাই’। আরেকজন লিখেছেন, ‘এর থেকে কিছু না পরে ছবি দিতে’। একজন আবার লিখেছেন, ‘আনফলো করে দিলাম’। আবার কয়েকজন অনন্যার পাশেও দাঁড়িয়েছেন। একজন কটাক্ষ করেছেন, ‘খুব ভুল করেছে। সুইমিংপুলে নাইটি আর গামছা জড়িয়ে নামা উচিত ছিল’। আরেকজন অনন্যা (Ananya Guha) কে বলিউডে দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন।
আরো পড়ুন : গল্পের ট্র্যাক বদলান, নয়তো… বেকায়দায় স্টার জলসা! সিরিয়াল নিয়ে “হুঁশিয়ারি” দর্শকদের
প্রসঙ্গত, এর আগেও বিকিনিতে ধরা দিয়েছেন অনন্যা। তখনো ট্রোলড হতে হয়েছে তাঁকে। তবে এসব নেতিভাচকতায় পাত্তা দিতে রাজি নন তিনি। কিছুদিন আগেই বাবা মায়ের সামনে এক কম্বলের মধ্যে শুয়ে থাকায় ছিছিক্কারের মুখে পড়েছিলেন অনন্যা সুকান্ত। পালটা নিন্দুকদেরই একহাত নিয়েছিলেন এই জুটি।