বাংলাহান্ট ডেস্ক : বড় দুর্ঘটনার মুখে অভিনেত্রী অনন্যা গুহর (Ananya Guha) হবু স্বামী সুকান্ত কুণ্ডু। সোমবার গড়িয়া ঢালাই ব্রিজের কাছে সুকান্তর গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। বরাত জোরে তিনি রক্ষা পেয়ে গেলেও তাঁর গাড়িটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আগামী মাসেই বাগদানের অনুষ্ঠান রয়েছে অনন্যা (Ananya Guha) সুকান্তর। তার আগে বড় ফাঁড়ার মধ্যে দিয়ে গেলেন এই জনপ্রিয় ইউটিউবার।
বড় দুর্ঘটনার মুখে অনন্যার (Ananya Guha) হবু স্বামী সুকান্ত
জানা গিয়েছে, ঘটনাটি ঘটে সোমবার রাতে। ফেসবুকে একটি ভিডিওতে ঘটনাটা শেয়ার করে সুকান্ত জানান, বন্ধু অভিনেতা সায়ক চক্রবর্তীর মাকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন তিনি। তাঁকে বাড়িতে ছেড়ে দিয়ে স্থানীয় একটি পেট্রোল পাম্পে তেল ভরাতে যাচ্ছিলেন। তিনিই ছিলেন ড্রাইভিং সিটে। সিগন্যালে গাড়ি দাঁড় করিয়ে ছিলেন সুকান্ত। কিন্তু সিগন্যাল খোলা মাত্র একটি ট্রাক এসে ধাক্কা মারে তাঁর গাড়িতে।
কী জানালেন সুকান্ত: সুকান্ত বলেন, তিনি হর্ন দিচ্ছিলেন, অথচ ট্রাকটি তাঁকে পুরো চেপে দেয়। স্থানীয়দের সাহায্যে ওই ট্রাক ড্রাইভারকে আটক করা হয়। পেট্রোল পাম্পের লোকেরাও সাহায্য করেছেন বলে জানান সুকান্ত। তাঁর কথায়, “আমি ঠিক আছি, কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারত”। সুকান্ত আরো জানান, গাড়ির পেছনে যা খরচ তার অর্ধেকও পাননি তিনি। তবে ড্রাইভারের পক্ষে অত টাকা দেওয়া সম্ভব নয় বলেও তিনি কথা বাড়াননি।
আরো পড়ুন : স্লটহারা দুই সিরিয়াল, ‘চিরসখা’কে জায়গা দিতে কোপ পড়বে কার ঘাড়ে?
ছুটে আসেন অনন্যা: সুকান্তর দুর্ঘটনার খবর পেয়ে রাত একটার সময় শুটিং থেকে ছুটে আসেন অনন্যা (Ananya Guha)। শান্তিপুর থেকে চলে আসেন সায়কও। অনন্যা (Ananya Guha) বলেন, তিনি সঙ্গে থাকলে এমনটা ঘটে না। তবে সুকান্ত অনন্যা বলেন, এদিনের দুর্ঘটনা তাঁদের মনে করিয়ে দিয়েছে সায়কের গাড়ি দুর্ঘটনার কথা।
আরো পড়ুন : দুবার স্লট বদলেও TRP-র দেখা নেই, মাত্র পাঁচ মাসেই গল্প ফুরোলো জি এর সিরিয়ালের!
প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারি মাসেই বাগদান হওয়ার কথা রয়েছে সুকান্ত অনন্যার। ২১ তে পা দেওয়ার আগেই বাগদানও সেরে ফেলছেন অনন্যা। গত বছর ডিসেম্বর মাসেই পাহাড়ে গিয়ে প্রেমিকাকে প্রোপোজ করেছিলেন সুকান্ত। আসন্ন বিয়ের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন এই জুটি।