বাংলাহান্ট ডেস্ক: ‘লাইগার’ ফ্লপের ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি। তারকা সন্তান অনন্যা পাণ্ডেকে (Ananya Pandey) উঠতে বসতে খোঁটা শুনতে হচ্ছে তাঁর অভিনয় অপরাগতার জন্য। তার মধ্যে আবার বাবা মা চাঙ্কি পাণ্ডে (Chunky Pandey) এবং ভাবনা পাণ্ডে (Bhavna Pandey) এমন কাজ করে বসেছেন যা আরো লজ্জায় ফেলে দিয়েছে অনন্যাকে। লজ্জা শরম ভুলে মেয়ের সামনেই সমস্ত সীমা অতিক্রম করে বসেছেন চাঙ্কি ভাবনা।
এই মুহূর্তে ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ শো তে দেখা যাচ্ছে ভাবনাকে। সেখানে সম্প্রতি দেখানো হয়েছে, বিয়ের ২৪ বছর পূর্তি উপলক্ষে বিশেষ পার্টির আয়োজন করেছেন চাঙ্কি এবং ভাবনা। বিবাহ বার্ষিকীতে সন্তানদের সামনেই দ্বিতীয় বার বিয়ের রীতিনীতি পালন করতে দেখা যায় তাঁদের। কিন্তু বাবা মায়ের এমন কাণ্ডে মোটেই খুশি নন অনন্যা। চোখের সামনে বাবা মায়ের দ্বিতীয় বিয়ে দেখতে রাজি নন তিনি, এমনটাই স্পষ্ট জানান তিনি।
কিন্তু বলা বাহুল্য, তাঁর আপত্তিতে বিশেষ লাভ হয়নি। শোতে দেখানো হয়, সমস্ত অতিথিদের সামনে দ্বিতীয় বার বিয়ের সময়কার সমস্ত শপথ গ্রহণ করেন চাঙ্কি এবং ভাবনা। এরপরেই চাঙ্কি পাণ্ডে বলে ওঠেন, তাঁর সন্তানদের অনুমতি থাকলে স্ত্রীকে চুম্বন করতে চান তিনি। বাবার মুখে এমন কথা শুনে নিমেষে মুখ লাল অনন্যার। তিনি উত্তর দেন, স্ত্রীকেই জিজ্ঞাসা করুন।
এরপর আর অনুমতির অপেক্ষায় না থেকে সকলের সামনেই ভাবনাকে চুম্বন করেন চাঙ্কি। উপস্থিত অতিথিরা হইহই করে উঠলেও অনন্যা লজ্জায় মুখ ঘুরিয়ে নেন। তাঁর হাবভাব স্পষ্টই বলে দিচ্ছিল যে বাবা মায়ের কাণ্ডকারখানায় অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে গিয়েছেন তিনি।
পরে শোতে তাঁকে প্রিয় বান্ধবী শানায়া কাপুরের সঙ্গে কথা বলতে দেখা যায়। শানায়ার মা মাহিপ কাপুরও শোতে অংশ নিয়েছেন। অনন্যাকে বলতে শোনা যায়, চুম্বনের ব্যাপারটা অত্যন্ত বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। তিনি ভেবেছিলেন ছোট করে হয়তো হবে, কিন্তু চাঙ্কি আর ভাবনার কাণ্ড লজ্জায় ফেলে দিয়েছে তাঁকে।
শানায়া বলে ওঠেন, দেখে মনে হচ্ছিল চাঙ্কি ছাড়তেই চাইছেন না ভাবনাকে। উত্তরে অনন্যা প্রশ্ন করেন শানায়াকে, তাঁর সঙ্গেও যদি এমন কিছু হয়, তাঁর বাবা মা যদি আবার বিয়ে করেন, সবার সামনে চুম্বন করেন, তাহলে তাঁর প্রতিক্রিয়া কী হবে? শানায়াও জানান, তিনি মানতেই পারবেন না সেটা।