কার্তিক নন, সলমনকেই বিয়ে করতে চান অনন‍্যা পাণ্ডে

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ বলতে যার নাম সর্বপ্রথম চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন সলমন খান। বয়স তাঁর কম হয়নি। কিন্তু এখনও নবাগতদের বলে বলে গোল দিতে পারেন তিনি। তবে বিয়ের পিঁড়িতে কবে বসবেন বা আদৌ বসবেন কিনা সে বিষয়ে পারতপক্ষে মুখ খোলেন না অভিনেতা।
এ পর্যন্ত তার প্রেমের সংখ্যাও নেহাত কম নয়। ক্যাটরিনা কাইফের সঙ্গে তার সম্পর্কের কথা কে না জানে। শোনা গিয়েছিল তাঁকেই বিয়ে করতে চলেছেন সলমন। তারপরে অবশ্য বিচ্ছেদ হয়ে যায় দুজনের। শোনা যাচ্ছে, এই মুহূর্তে লুলিয়া ভ্যানটুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন সলমন খান। এছাড়াও তার মহিলা অনুরাগীদের সংখ্যা কম নয়। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হলো অনন‍্যা পাণ্ডের নাম। সলমনকেই জীবনসঙ্গী হিসেবে দেখতে চান, নিজের মুখেই এ কথা স্বীকার করলে তিনি।

download
সম্প্রতি তাঁর আগামী ছবি ‘পতি পত্নি অউর ও’ এর প্রচারের জন্য একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অনন‍্যা। সেখানে সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি জানান, বিয়ে করলে সলমন খানকেই করবেন তিনি। অবশ্য পুরোটা মজার ছলেই বলেছেন অনন‍্যা।

https://www.instagram.com/p/B5uKhjpgoCt/?igshid=1bdw4z50gil2p

এই মুহূর্তে পরবর্তী ছবি ‘পতি পত্নি অউর ও’ এর কাজে ব্যস্ত রয়েছেন চাঙ্কি পান্ডে কন্যা। এটা তাঁর দ্বিতীয় ছবি। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন কার্তিক আরিয়ান ও ভূমি পেডনেকার। গত ৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে তাতে পতি পত্নি অউর ও।

Niranjana Nag

সম্পর্কিত খবর